রাহুলের খোঁচা: দেশে এখন টিকা,অক্সিজেন আর মোদি নিখোঁজ

দেশে করোনা (corona) টিকার খোঁজ নেই। নিখোঁজ অক্সিজেন-ওষুধও। আর সেইসঙ্গে নিখোঁজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (narendra modi)। করোনা ভ্যাকসিন-ওষুধ-অক্সিজেনের আকাল আর সদা-মুখর প্রধানমন্ত্রীর সংকটের মুহূর্তে দীর্ঘ নীরবতাকে একসূত্রে গেঁথে এভাবেই তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (rahul gandhi)। করোনা সংকটের আবহে হিন্দিতে টুইট করে বৃহস্পতিবার রাহুল বলেন, দেশে অক্সিজেন, টিকা, ওষুধের মতো নিখোঁজ প্রধানমন্ত্রীও। শুধু খোঁজ পাওয়া যাচ্ছে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প, ওষুধের উপর জিএসটি, আর দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর ছবি। রাহুলের পাশাপাশি মোদি সরকারকে কটাক্ষ করে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, ভারতে এখন এমন সময় এল যে গঙ্গায় দেহ ভেসে বেড়াচ্ছে, অথচ কেন্দ্রীয় সরকার কিছুই দেখতে পাচ্ছে না। লজ্জা! তিনি উল্লেখ করেছেন উন্নাওয়ে বালিতে মৃতদেহ পোড়ানোর ঘটনাও।

Advt

Previous articleবাবা-মায়ের সঙ্গে ঈদ পালন করতে ২৫৫ কিমি সাইকেল চালিয়ে বাড়িতে এলেন শিক্ষিকা
Next articleকরোনার ভারতীয় ভেরিয়েন্ট নিয়ে শঙ্কায় সরকার ; লকডাউনে বিচারের ক্ষমতা পাচ্ছে পুলিশ