‘কাজ নেই, টাকা নেই, পরিযায়ী শ্রমিকদের দায়িত্ব নিতে হবে কেন্দ্রকেই’, জানাল সুপ্রিম কোর্ট

Supreme Court

‘কাজ নেই, টাকা নেই, কীভাবে বাঁচবে ওই শ্রমিকেরা? অন্তত কিছু সময়ের জন্য ভরণপোষণের দায়িত্ব অবশ্যই নিতে হবে কেন্দ্রকে।’ কোভিডের দ্বিতীয় ঢেউয়ে পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি ও স্বাস্থ্য নিয়ে ঠিক এওভাবেই উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের বাড়বাড়ন্তে একাধিক রাজ্য শুরু হয়েছে লকডাউন। এমতাবস্থায় একদিকে করোনা আর অন্যদিকে অর্থসঙ্কট, এই দুইয়ের মোকাবিলা করতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। তাই তাঁদের সংস্থান ও স্বাস্থ্য-এর দায়িত্ব নিক কেন্দ্র বলে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়। আজ, বৃহস্পতিবার বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এমআর শাহের বেঞ্চে এই সংক্রান্ত আবেদনের শুনানি ছিল। পরিযায়ী শ্রমিকদের কঠোর পরিস্থিতি বিবেচনা করার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছেন বিচারপতি।
গত বছর পরিযায়ী শ্রমিকদের হৃদয় বিদারক ছবি নজরে আসে। তাই দ্বিতীয় ঢেউয়ে তাঁদের অবস্থা আবার যেন আগের মত না হয়, তাই খাদ্য, শুকনো রেশন, নগদ দেওয়া ও যাতায়াত সুনিশ্চিত করে সুপ্রিম কোর্টে জরুরী হস্তক্ষেপ দাবি করে আইনজীবী প্রশান্ত ভূষণের মাধ্যমে মামলা করা হয়। পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথা জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন সমাজকর্মী হর্ষ মন্দার, অঞ্জলি ভরদ্বাজ ও জগদীপ ছোকরে। সেই মামলার আজ শুনানি ছিল। দেশে মোট ৮ কোটি পরিযায়ী শ্রমিক রয়েছেন যাঁদের মধ্যে অনেকেরই রেশন কার্ড নেই বলেও আদালতে জানান তিনি।

Advt

Previous articleকরোনায় আক্রান্ত হলেন যুজবেন্দ্র চ‍্যাহালের বাবা এবং মা
Next articleঅবিলম্বে জিএসটি কাউন্সিলের বৈঠক ডাকুন, নির্মলাকে চিঠি অমিত মিত্রের