নন্দীগ্রামের পঞ্চায়েত প্রধান রাজ্যের মন্ত্রীর মা, তাঁর বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব তৃণমূলেরl

রাজ্যের মন্ত্রী শিউলি সাহার (Seuli Saha ) মায়ের বিরুদ্ধে অনাস্থা (no confidence) প্রস্তাব এনেছে তৃণমূল (TMC)৷ মন্ত্রীর মা নন্দীগ্রাম পঞ্চায়েতের প্রধান৷ সাম্প্রতিক নির্বাচনে দলবিরোধী কাজের জন্যই তাঁর বিরুদ্ধে এই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, বিডিওর (BDO) কাছে চিঠি দিয়ে শিউলি সাহার মা তথা নন্দীগ্রাম পঞ্চায়েত প্রধান বনশ্রী খাঁড়ার (Banasri khanra) বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন ওই পঞ্চায়েতের বাকি সদস্যরা। এদিকে, বনশ্রী দেবীর দাবি করেছেন, তিনি আগেই ইস্তফা দিয়েছেন।

দলীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এভাবে অনাস্থা আনার কারন ব্যাখ্যা করে তৃণমূলের তরফে বলা হয়েছে, ভোটের সময়ে বিরোধী দলের হয়ে প্রচার করেছেন বনশ্রী খাঁড়া। যদিও বনশ্রী খাঁড়ার দাবি, তিনি দলবিরোধী কাজ করেননি। বুধবার নন্দীগ্রাম পঞ্চায়েতের ১১ জন সদস্য বিডিওর কাছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন। ওদিকে পঞ্চায়েত প্রধান দাবি করেছেন, তাঁর পেসমেকার বসছে বলে দায়িত্ব ছাড়তে হয়েছে।অসুস্থতার কারণে তিনি আগেই পদত্যাগ করেছেন। অনাস্থা আনার কোনও কথা তিনি শোনেননি৷  নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দীগ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তৃণমূলের এভাবে অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Previous articleধর্মীয় ও রাজনৈতিক জমায়েত ভারতে করোনা সংকট ঘোরালো করেছে: WHO
Next articleকোভিডমুক্ত হওয়ার পর কী কী খাবেন? বলিউড তারকাদের পুষ্টিবিদের ঘরোয়া পরামর্শ