Thursday, August 28, 2025

‘হাত’ ছাড়া ! তৃণমূল অনাস্থার কথা বলতেই মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির ইস্তফা

Date:

নিজের গড়ে এবারের নির্বাচনে খাতাই খুলতে পারেননি প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরি (Adhir Choudhury)৷ হাতে ছিলো মুর্শিদাবাদ জেলা পরিষদ৷ এবার তাও হাতছাড়া হলো৷

জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন মোশারফ হোসেন। আগামী ২৪ মে তাঁর বিরুদ্ধে অনাস্থা ( No Confidence) আনার কথা ঘোষণা করেছিলেন মুর্শিদাবাদ (Murshidabad) জেলা তৃণমূল (TMC) সভাপতি তথা সাংসদ আবু তাহের খান। বুধবারই সে কথা বলেছিলেন তিনি। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই, বৃহস্পতিবার জেলা পরিষদের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন মোশারফ হোসেন।

একুশের ভোটের মুখে জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন কংগ্রেসে যোগ দিয়েছিলেন। জেলা পরিষদের ৩ জনের সদস্য পদের বৈধতা নিয়ে মামলা চলছে। সব মিলিয়ে জেলা পরিষদে চরম অচলাবস্থা তৈরি হয়েছে। এর পরই জেলা তৃণমূল সভাপতি আবু তাহের জানান, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। আগামী ২৪ মে অনাস্থা ভোটে তাঁকে জেলা পরিষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হবে। পাশাপাশি যে কর্মাধ্যক্ষেরা দলে থেকেও এতদিন দলবিরোধী কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি জটিলতর হচ্ছে বুঝতে পেরেই জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন মোশারফ হোসেন।

প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলার মোট ২২ বিধানসভা আসনের মধ্যে ভোট হয়েছিল ২০টিতে। বাকি দু’টিতে ভোট হয়নি প্রার্থীদের অকাল প্রয়াণের কারনে৷ এই ২০টির মধ্যে ১৮টি আসনে জিতেছে তৃণমূল। বিধানসভা নির্বাচনে এই জয়ের পরই জেলা পরিষদ ফিরিয়ে আনতে তৃণমূল সক্রিয় হয়৷ বিধানসভা ভোটের আগে কংগ্রেসে যোগ দেওয়া সভাধিপতি ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা ঘোষণা করে তৃণমূল। হার নিশ্চিত বুঝে অনাস্থার আগেই ইস্তফা দিলেন জেলা পরিষদের কংগ্রেসি সভাধিপতি৷

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version