Monday, August 25, 2025

রাজ্যের সমালোচনায় দীর্ঘ মন্তব্য ধনকড়ের, বিজেপির হয়ে রাজনীতিতে নামুন: পাল্টা তৃণমূল

Date:

জগদীপ ধনকড় আছেন জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) মতোই। বৃহস্পতিবার বিক্ষোভের মুখে পড়েও শুক্রবার, শিলিগুড়িতে (Siliguri) সাংবাদিক বৈঠকে রাজ্যের সমালোচনায় মুখর হলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর অভিযোগ, ভোটের ফল ঘোষণার পরে রাজ্যের হিংসার ঘটনা ঘটেছে। ধনকড়ের মতে, অনেকে অসমে গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। প্রায় আধ ঘণ্টার সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল বারেবারেই রাজ্য সরকারের সমালোচনা করেন। আইনশৃঙ্খলা বলে কিছু নেই বলে অভিযোগ করেন। যা শোনার পরে তৃণমূলের (Tmc) উত্তরবঙ্গের অনেক তৃণমূল নেতা প্রশ্ন তোলেন, রাজ্যপাল কেন পদত্যাগ করে বিজেপির (Bjp) হয়ে আসরে নামছেন না?

বৃহস্পতিবার, রাজ্যপাল শিলিগুড়ি হয়ে কোচবিহারে (Coochbehar) যান। সেখানে গিয়ে শীতলকুচিতে গত বিধানসভা ভোটের দিন গুলিতে নিহতদের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন। পরে ওই এলাকায় বিজেপির অভিযোগ অনুযায়ী, যাঁরা ঘরছাড়া তাঁদের পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন। সেখান থেকে তিনি দিনহাটায় গিয়ে বিজেপির ঘরছাড়া সমর্থকদের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন। অথচ আক্রান্ত তৃণমূল কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করেননি রাজ্যপাল। তাঁর দাবি, যে পরিস্থিতির কথা ভেবেছিলেন, তার চেয়েও খারাপ অবস্থা দেখেছেন।

এদিন সকালে রাজ্যপাল কোচবিহার থেকে যান লাগোয়া অসমের (Assam) ধুবড়ির একটি প্রাথমিক স্কুলে। বিজেপির কোচবিহারের সাংসদ নিশীথ অধিকারীও (Nishith Adhikari) তাঁর সঙ্গে যান। নিশীথের দাবি, ভোটের ফল প্রকাশের পরে কোচবিহারের অনেকে ভয়ে অসমে আশ্রয় নিতে হয়েছে। অসমের ত্রাণ শিবিরে বিজেপির লোকজনদের সঙ্গে দেখা করার পরে রাজ্যপাল কোচবিহার হয়ে শিলিগুড়ি ফেরেন। শিলিগুড়িতে ফিরেই রাজ্যপাল সাংবাদিক বৈঠক ডেকে রাজ্য সরকারকে নিশানা করেন।

এদিন শীতলকুচির ঘটনার জেরে ভোটের ফল প্রকাশের পরে কোচবিহারের এসপির সাসপেনশনের প্রসঙ্গে টেনে রাজ্যপাল জানান, ওই এলাকায় কান্নার আওয়াজ কি সব জায়গায় পৌঁছচ্ছে না? এরপরই রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব হয় তৃণমূল। জেলা নেতৃত্বের প্রশ্ন, রাজ্যপাল বেছে বেছে কেন বিজেপি কর্মীদের বাড়িতে গেলেন? ভোট-পরবর্তী হিংসা বন্ধ করতে সবচেয়ে বেশি তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্বেও সরকারের সমালোচনা করে পরিস্থিতি জটিল করে তুলতে চেয়েছেন রাজ্যপাল। তৃণমূল নেতাদের মতে, সাংবিধানিক পদ ছেড়ে সরাসরি গেরুয়া শিবিরের রাজনীতিতে নামুন জগদীপ ধনকড়।

 

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version