দ্বিতীয়বার করোনার রিপোর্ট পজিটিভ ঋদ্ধির, সমর্থকদের উদ্দেশে বার্তা পাপালির

দ্বিতীয়বার করোনার (corona) রিপোর্ট পজিটিভ এল ঋদ্ধিমান সাহার( wriddhiman saha) শরীরে কোন উপসর্গ না থাকলেও, রিপোর্ট পজিটিভ আসে পাপালির। ২ জুন ইংল‍্যান্ডের (england) উদ্দেশে রওনা দেবে ভারতীয় দল( india team)। তার আগে সুস্থ হতে মরিয়া ঋদ্ধি। এদিন টুইটারে তাঁর সুস্থতার বার্তা দিলেন তিনি।

দ্বিতীয়বার করোনার রিপোর্ট পজেটিভ আসায়, রবিবার পর্যন্ত দিল্লির টিম হোটেলে কোয়ারেন্টাইনে থাকবেন ঋদ্ধি। ১৩তম দিনে আরও একটি পরীক্ষা হবে। সেখানে ‘নেগেটিভ’ এলে সোমবারের মধ্যে তাঁকে কোয়ারেন্টাইন থেকে ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

দ্বিতীয়বার করোনায় রিপোর্ট পজেটিভ আসায় নিজেই সমর্থকদের উদ্দেশে বার্তা দেন ঋদ্ধি।

এদিন টুইটারে ঋদ্ধি লেখেন,” আমার কোয়ারেন্টাই পর্ব শেষ হয়নি। আমার রুটিন চেক আপের অংশ হিসাবে দুটি টেস্ট করানো হয়েছিল। যার মধ‍্যে একটি নেগেটিভ এসেছে, এবং অপরটি পজেটিভ এসেছে। তবে এতে ভয়ের কিছু নেই। আমি এখন ভালো আছি। ”

আরও পড়ুন:গাড়ি নিয়ে গোয়ার উদ্দেশে রওনা দেওয়া পৃথ্বী শাহকে আটকাল পুলিশ

Advt