Saturday, August 23, 2025

করোনা মোকাবিলায় আপনি কি স্পুটনিক-ভি টিকা নিতে চান? জেনে নিন দাম

Date:

সম্প্রতি, প্রথম দফায় ভারতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে রাশিয়ার (Russia) করোনা ভ্যাকসিন (Corona Vaxin) স্পুটনিক-ভি (Sputnik V)। আজ, শুক্রবার তার দ্বিতীয় ব্যাচও চলে আসার কথা। আগামী সপ্তাহ থেকেই ভারতের বাজারে এই টিকা পাওয়া যাবে বলে জানিয়েছে কেন্দ্র। আর এই পরিস্থিতিতে তারও দামও ঘোষণা হয়ে গেল। ভারতে স্পুটনিক-ভি প্রস্তুতকারী সংস্থা ড.রেড্ডিস ল্যাবরেটরির (Dr Reddy’s Laboratories) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল ভারতে তৃতীয় অনুমোদন প্রাপ্ত এই ভ্যাকসিনের ডোজ প্রতি দাম হবে ৯৪৮ টাকা+ ৫% জিএসটি (GST)। অর্থাৎ, স্পটনিক-ভির একটা ডোজ কিনতে খরচ পড়বে প্রায় হাজার টাকা।

প্রথমে বেশি দামে এই টিকা কিনতে হবে। পরে উৎপাদন বাড়লে, টিকার দাম আরও কমতে পারে। হায়দরাবাদে দেওয়া হয়েছে এই টিকার প্রথম ডোজ। বিশেষজ্ঞদের মতে, করোনা প্রতিরোধে ৯১.৬ শতাংশ কার্যকার স্পুটনিক-ভি (Sputnik V)। তবে এটি স্থানীয়ভাবে এটি সরবরাহ করতে পারলে, এর দাম আরও কমার সম্ভাবনা থাকছে।

প্রসঙ্গত, নীতি আয়োগের পক্ষ থেকে ভি কে পল জানান, আগামী সপ্তাহ থেকে খোলা বাজারে মিলবে স্পুটনিক-ভি। জুলাই থেকে ভারতে স্পুটনিক ভি-র উৎপাদন শুরু হবে। প্রথম পর্যায়ে প্রায় ১৬ কোটি স্পুটনিক ভি (Sputnik V) তৈরি করা হবে। পরে রাশিয়া থেকে আরও টিকা আসবে।

উল্লেখ্য, বর্তমানে ভারতীয় বাজারে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকাও সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনের পাওয়া যাচ্ছে। এবার স্পটনিক-ভি চলে আশায় কিছুটা হলেও স্বস্তি চিকিৎসক মহলে।

আরও পড়ুন:কোভিড বিধি মেনে মাহেশে অনাড়ম্বর চন্দনযাত্রা

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version