Sunday, November 16, 2025

কতদিন পর মিলবে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ? আজ থেকেই চালু হয়েছে নয়া নিয়ম

Date:

কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ মিলবে অন্তত ১২ সপ্তাহ অর্থাৎ ৮৪ দিন পর। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, কোভিশিল্ড-এর প্রথম ডোজ নেওয়ার ৮৪ দিন পর দেওয়া হবে দ্বিতীয় ডোজ৷

শুরুতে কোভিশিল্ডের প্রথম এবং দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান ছিল চার থেকে ছয় সপ্তাহ। তারপর তা বেড়ে হল ৬ থেকে ৮ সপ্তাহ। এবার এই নিয়ম বদলালো। দুটি ডোজের মাঝের ব্যবধান হল ১২ সপ্তাহ অর্থাৎ ৩ মাস। শনিবার অর্থাৎ আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল এবং টিকা প্রদান কেন্দ্র এই নিয়ম চালু হয়েছে৷

আরও পড়ুন-কেন্দ্রের ভেন্টিলেটর রাজ্যগুলিতে সঠিক ব্যবহার হচ্ছে কিনা অডিটের নির্দেশ প্রধানমন্ত্রীর

কেন্দ্রের এই সিদ্ধান্ত ঘোষণার পরই অভিযোগ উঠেছে, ভ্যাকসিনের ঘাটতির কারণেই প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান বাড়িয়ে পরিস্থিতি সামাল দিতে চাইছে সরকার৷ যদিও যে বিশেষজ্ঞ কমিটি এই প্রস্তাব সরকারকে দিয়েছিল, তারা এই অভিযোগ উড়িয়ে দিয়েছে৷ ওই বিশেষজ্ঞ কমিটির এক সদস্য দাবি করেছেন, সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিতেই কোভিশিল্ড-এর দু’টি ডোজের মধ্যে ফারাক বাড়ানো হয়েছে৷ এর সঙ্গে টিকার ঘাটতির কোনও সম্পর্ক নেই৷ তিনি আরও জানিয়েছেন, কোভিশিল্ডের দু’টি ডোজের মধ্যে ফারাক ৩ মাসের বেশি হলে তার কার্যকরিতে দাঁড়ায় ৬৫ থেকে ৮৮ শতাংশ৷ ওই বিশেষজ্ঞের দাবি, প্রাথমিক ভাবে কিছু কিছু বৈজ্ঞানিক বিশ্লেষণে দু’টি ডোজের মধ্যে ৪৪ সপ্তাহ তফাতের কথা বলা হয়েছিল৷ কানাডায় তা ৪ মাস করা হয়েছে৷ তিনি আশ্বস্ত করেছেন, ১ মাসের ব্যবধানে প্রথমে যাঁরা কোভিশিল্ড-এর দু’টি ভ্যাকসিনের ডোজ নিয়েছেন, তাঁদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই৷ তাঁদের শরীরেও এই ভ্যাকসিন যথেষ্ট ভাল ভাবে অ্যান্টিবডি তৈরির কাজ করবে৷

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version