Saturday, November 15, 2025

কতদিন পর মিলবে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ? আজ থেকেই চালু হয়েছে নয়া নিয়ম

Date:

কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ মিলবে অন্তত ১২ সপ্তাহ অর্থাৎ ৮৪ দিন পর। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, কোভিশিল্ড-এর প্রথম ডোজ নেওয়ার ৮৪ দিন পর দেওয়া হবে দ্বিতীয় ডোজ৷

শুরুতে কোভিশিল্ডের প্রথম এবং দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান ছিল চার থেকে ছয় সপ্তাহ। তারপর তা বেড়ে হল ৬ থেকে ৮ সপ্তাহ। এবার এই নিয়ম বদলালো। দুটি ডোজের মাঝের ব্যবধান হল ১২ সপ্তাহ অর্থাৎ ৩ মাস। শনিবার অর্থাৎ আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল এবং টিকা প্রদান কেন্দ্র এই নিয়ম চালু হয়েছে৷

আরও পড়ুন-কেন্দ্রের ভেন্টিলেটর রাজ্যগুলিতে সঠিক ব্যবহার হচ্ছে কিনা অডিটের নির্দেশ প্রধানমন্ত্রীর

কেন্দ্রের এই সিদ্ধান্ত ঘোষণার পরই অভিযোগ উঠেছে, ভ্যাকসিনের ঘাটতির কারণেই প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান বাড়িয়ে পরিস্থিতি সামাল দিতে চাইছে সরকার৷ যদিও যে বিশেষজ্ঞ কমিটি এই প্রস্তাব সরকারকে দিয়েছিল, তারা এই অভিযোগ উড়িয়ে দিয়েছে৷ ওই বিশেষজ্ঞ কমিটির এক সদস্য দাবি করেছেন, সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিতেই কোভিশিল্ড-এর দু’টি ডোজের মধ্যে ফারাক বাড়ানো হয়েছে৷ এর সঙ্গে টিকার ঘাটতির কোনও সম্পর্ক নেই৷ তিনি আরও জানিয়েছেন, কোভিশিল্ডের দু’টি ডোজের মধ্যে ফারাক ৩ মাসের বেশি হলে তার কার্যকরিতে দাঁড়ায় ৬৫ থেকে ৮৮ শতাংশ৷ ওই বিশেষজ্ঞের দাবি, প্রাথমিক ভাবে কিছু কিছু বৈজ্ঞানিক বিশ্লেষণে দু’টি ডোজের মধ্যে ৪৪ সপ্তাহ তফাতের কথা বলা হয়েছিল৷ কানাডায় তা ৪ মাস করা হয়েছে৷ তিনি আশ্বস্ত করেছেন, ১ মাসের ব্যবধানে প্রথমে যাঁরা কোভিশিল্ড-এর দু’টি ভ্যাকসিনের ডোজ নিয়েছেন, তাঁদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই৷ তাঁদের শরীরেও এই ভ্যাকসিন যথেষ্ট ভাল ভাবে অ্যান্টিবডি তৈরির কাজ করবে৷

Related articles

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...

ঋষিকেশে বাঞ্জি জাম্পিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে দড়ি ছিঁড়ে গুরুতর জখম পর্যটক 

ঋষিকেশে অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে বাঞ্জি জাম্পিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক তরুণ পর্যটক। বুধবার, ১২ নভেম্বর...

তীর্থযাত্রার মাঝেই নিখোঁজ পঞ্জাবের সরবজিৎ, পাকিস্তানে মিলল ধর্মান্তরিত অবস্থায়

পাকিস্তানে নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে সন্ধান মিলল পঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ৫২ বছরের সরবজিৎ কৌরের।...
Exit mobile version