Wednesday, August 27, 2025

কতদিন পর মিলবে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ? আজ থেকেই চালু হয়েছে নয়া নিয়ম

Date:

কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ মিলবে অন্তত ১২ সপ্তাহ অর্থাৎ ৮৪ দিন পর। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, কোভিশিল্ড-এর প্রথম ডোজ নেওয়ার ৮৪ দিন পর দেওয়া হবে দ্বিতীয় ডোজ৷

শুরুতে কোভিশিল্ডের প্রথম এবং দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান ছিল চার থেকে ছয় সপ্তাহ। তারপর তা বেড়ে হল ৬ থেকে ৮ সপ্তাহ। এবার এই নিয়ম বদলালো। দুটি ডোজের মাঝের ব্যবধান হল ১২ সপ্তাহ অর্থাৎ ৩ মাস। শনিবার অর্থাৎ আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল এবং টিকা প্রদান কেন্দ্র এই নিয়ম চালু হয়েছে৷

আরও পড়ুন-কেন্দ্রের ভেন্টিলেটর রাজ্যগুলিতে সঠিক ব্যবহার হচ্ছে কিনা অডিটের নির্দেশ প্রধানমন্ত্রীর

কেন্দ্রের এই সিদ্ধান্ত ঘোষণার পরই অভিযোগ উঠেছে, ভ্যাকসিনের ঘাটতির কারণেই প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে ব্যবধান বাড়িয়ে পরিস্থিতি সামাল দিতে চাইছে সরকার৷ যদিও যে বিশেষজ্ঞ কমিটি এই প্রস্তাব সরকারকে দিয়েছিল, তারা এই অভিযোগ উড়িয়ে দিয়েছে৷ ওই বিশেষজ্ঞ কমিটির এক সদস্য দাবি করেছেন, সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিতেই কোভিশিল্ড-এর দু’টি ডোজের মধ্যে ফারাক বাড়ানো হয়েছে৷ এর সঙ্গে টিকার ঘাটতির কোনও সম্পর্ক নেই৷ তিনি আরও জানিয়েছেন, কোভিশিল্ডের দু’টি ডোজের মধ্যে ফারাক ৩ মাসের বেশি হলে তার কার্যকরিতে দাঁড়ায় ৬৫ থেকে ৮৮ শতাংশ৷ ওই বিশেষজ্ঞের দাবি, প্রাথমিক ভাবে কিছু কিছু বৈজ্ঞানিক বিশ্লেষণে দু’টি ডোজের মধ্যে ৪৪ সপ্তাহ তফাতের কথা বলা হয়েছিল৷ কানাডায় তা ৪ মাস করা হয়েছে৷ তিনি আশ্বস্ত করেছেন, ১ মাসের ব্যবধানে প্রথমে যাঁরা কোভিশিল্ড-এর দু’টি ভ্যাকসিনের ডোজ নিয়েছেন, তাঁদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই৷ তাঁদের শরীরেও এই ভ্যাকসিন যথেষ্ট ভাল ভাবে অ্যান্টিবডি তৈরির কাজ করবে৷

Related articles

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...

নিউ টাউনে নাবালিকা ধর্ষণ – খুন! অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের 

নিউ টাউনের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত টোটো চালক সৌমিত্র রায়কে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল...
Exit mobile version