Tuesday, November 11, 2025

করোনা বিধি না মেনে বিয়েবাড়ি, গুজরাটে ১০ দিনে গ্রেফতার ২০০

Date:

করোনা বিধি (corona protocol) না মেনে বিয়ের(marriage celebration in Gujarat) অনুষ্ঠানে অতিরিক্ত জমায়েতের কারণে গত ১০ দিনেই ২০০ জন গ্রেফতার হয়েছে। গুজরাটে এভাবেই করোনা প্রোটোকল ভেঙে বিয়ের অনুষ্ঠান চলছে। মাস্ক পরছেন না কেউ। মানা হচ্ছে না নাইট কার্ফু। সামাজিক দূরত্ব বিধি শিকেয় তুলে ডিজে চালিয়ে সারারাত উদ্দাম নাচ গান চলছে। এর ফলে গত ৪১ দিনে প্রায় ৭০০ জনকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ।

গুজরাট পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার আনন্দ জেলার পেটলার তালুকে একটি বিয়েবাড়ি কোভিড বিধি লঙ্ঘনের অপরাধে থেকে ৬ জন ডিজে আটক হয়েছে। সঙ্গে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের সরঞ্জামও। এই মুহূর্তে গুজরাটের আমেদাবাদ, সুরাট, ভাদোদরা, রাজকোট-সহ ৩৬টি শহরে নাইট কার্ফু জারি রয়েছে। রাত ৮টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত নাইট কার্ফু। নিয়ম অনুযায়ী, এই সময়ের মধ্যে বিয়ে বা অন্য কোনও সামাজিক অনুষ্ঠান করা যাবে না। যদি কেউ আগাম অনুমতি নিয়ে অনুষ্ঠান করতে চান সেক্ষেত্রেও ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না।গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি আগেই ঘোষণা করেছিলেন, কেউ যদি বিয়ের অনুষ্ঠান করতে চান, সবরকম করোনা বিধি মেনেই তা করতে হবে। বিয়েবাড়িতে ভিড় বেশি হলে, অনুমতি সীমার অতিরিক্ত লোক হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেই মতোইই গুজরাট পুলিশ তাদের অভিযান চালাচ্ছে বলে জানানো হয়েছে। আর আশ্চর্যের ব্যাপার হলো মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সত্ত্বেও বহু জায়গাতেই বিধিনিষেধের তোয়াক্কা না করেই দেদার নাচগান, খাওয়া-দাওয়া ও হই হুল্লোড় চলছে একাধিক জায়গায়।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version