Tuesday, August 26, 2025

করোনা বিধি না মেনে বিয়েবাড়ি, গুজরাটে ১০ দিনে গ্রেফতার ২০০

Date:

করোনা বিধি (corona protocol) না মেনে বিয়ের(marriage celebration in Gujarat) অনুষ্ঠানে অতিরিক্ত জমায়েতের কারণে গত ১০ দিনেই ২০০ জন গ্রেফতার হয়েছে। গুজরাটে এভাবেই করোনা প্রোটোকল ভেঙে বিয়ের অনুষ্ঠান চলছে। মাস্ক পরছেন না কেউ। মানা হচ্ছে না নাইট কার্ফু। সামাজিক দূরত্ব বিধি শিকেয় তুলে ডিজে চালিয়ে সারারাত উদ্দাম নাচ গান চলছে। এর ফলে গত ৪১ দিনে প্রায় ৭০০ জনকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ।

গুজরাট পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার আনন্দ জেলার পেটলার তালুকে একটি বিয়েবাড়ি কোভিড বিধি লঙ্ঘনের অপরাধে থেকে ৬ জন ডিজে আটক হয়েছে। সঙ্গে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের সরঞ্জামও। এই মুহূর্তে গুজরাটের আমেদাবাদ, সুরাট, ভাদোদরা, রাজকোট-সহ ৩৬টি শহরে নাইট কার্ফু জারি রয়েছে। রাত ৮টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত নাইট কার্ফু। নিয়ম অনুযায়ী, এই সময়ের মধ্যে বিয়ে বা অন্য কোনও সামাজিক অনুষ্ঠান করা যাবে না। যদি কেউ আগাম অনুমতি নিয়ে অনুষ্ঠান করতে চান সেক্ষেত্রেও ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না।গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি আগেই ঘোষণা করেছিলেন, কেউ যদি বিয়ের অনুষ্ঠান করতে চান, সবরকম করোনা বিধি মেনেই তা করতে হবে। বিয়েবাড়িতে ভিড় বেশি হলে, অনুমতি সীমার অতিরিক্ত লোক হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেই মতোইই গুজরাট পুলিশ তাদের অভিযান চালাচ্ছে বলে জানানো হয়েছে। আর আশ্চর্যের ব্যাপার হলো মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সত্ত্বেও বহু জায়গাতেই বিধিনিষেধের তোয়াক্কা না করেই দেদার নাচগান, খাওয়া-দাওয়া ও হই হুল্লোড় চলছে একাধিক জায়গায়।

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version