Thursday, August 28, 2025

বেকায়দায় পড়ে সুর বদল! এবার বিদ্বজ্জনেদের পাশে চাইছেন দিলীপ

Date:

নির্বাচনের আগে বাংলার বুদ্ধিজীবীদের সম্পর্কে মোটেই ভালো কথা শোনা যায়নি বিজেপি (Bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মুখে। বিভিন্ন কারণে, বিভিন্ন সময় তিনি রীতিমতো হেয় করেছেন বুদ্ধিজীবীমহলকে। নির্বাচনের ফল প্রকাশের পরে দেখা গিয়েছে বাংলার মানুষ এই ধরনের মন্তব্য একেবারেই গ্রহণ করেননি। এখন ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। আর তাতে পাশে চেয়েছে সেই বিদ্বজ্জনদেরই।

ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীরা আক্রান্ত বলে অভিযোগ তুলে প্রতিবাদে বিদ্বজ্জনদের পথে নামার আহ্বান জানান বিজেপি রাজ্য সভাপতি। শুক্রবার, দলের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজ্য নেতাদের নিয়ে বৈঠক করেন তিনি। ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Shubhendu Adhikari)। সেই আলোচনার পরেই সাংবাদিক বৈঠকে বিজেপি নেতৃত্ব দাবি করেন, রাজ্যে জুড়ে বিজেপি কর্মীদের উপরে অত্যাচার হচ্ছে। এর বিদ্বজ্জনদের কাছে প্রতিবাদে সরব হওয়ার আবেদন জানান তাঁরা।

ভোট প্রচারের সময়ে তো বটেই বরাবর বুদ্ধিজীবীদের কটাক্ষ করেন দিলীপ ঘোষ। শুক্রবার বলেন, “বুদ্ধিজীবীরা পথে নামুন। কেউ শিল্পী হতে পারেন, কেউ সেকুলার বুদ্ধিজীবী হতে পারেন। এখন সবারই দায়িত্ব এগিয়ে আসার”।

আরও পড়ুন:বছরের প্রথম ভারতীয় মহিলা হিসেবে এভারেস্ট জয় তাশি ইয়াঙ্গজোমের

দিলীপের অভিযোগ, বিজেপি কর্মীরাই শুধু নন, আক্রান্ত হচ্ছেন ভোটাররাও। বিজেপিকে সমর্থনের অভিযোগে জেলায় জেলায় অত্যাচার চলছে। হাজার হাজার মানুষ ঘর ছাড়া। পুলিশ এফআইআর নিচ্ছে না বলেও অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির। এই পরিস্থিতির মোকাবিলায় এবার বিদ্বজ্জনদের পাশে চেয়েছেন দিলীপ। আর তাই দেখে রাজনৈতিক মহলের প্রশ্ন, ভোটের ফল কি গেরুয়া শিবিরের জ্ঞানচক্ষু খুলে দিচ্ছে!

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version