Tuesday, December 16, 2025

‘রবীন্দ্রনাথ হতে একজন ব্যর্থ, আর একজন গান্ধী হতে চেষ্টা করছেন’, সায়নীর নিশানায় রাজ্যপাল

Date:

“একজন রবীন্দ্রনাথ ঠাকুর হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন৷ আর একজন বাংলায় বিজেপির হাতের পুতুল হয়ে গান্ধী হওয়ার চেষ্টা করছেন”।

রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) সফর নিয়ে এভাবেই তোপ দাগলেন তৃণমূলের ‘তারকা’ সায়নী ঘোষ (Saayoni Ghosh)।

এক টুইটে ধনকড়কে তিনি প্রশ্ন করেছেন, “আপনার হৃদয় কি তখন ভারাক্রান্ত হয়েছিল যখন বিজেপির উদ্ধত নেতারা বলেছিলেন ভোটের সময় সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর হাতে আরও নির্দোষ প্রাণের বলি হওয়া উচিত ছিল?”
তৃতীয় তৃণমূল সরকারের শপথের দিন রাজ্যপাল জানিয়েছিলেন, হিংসা কবলিত এলাকা পরিদর্শনে যাবেন তিনি। এর পরই সফর নিয়ে বুধবার রাজ্যপালকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চিঠিতে বলা হয়, “রাজ্যপালের কোনও জেলা সফরের ক্ষেত্রে যে প্রথা রয়েছে, তা লঙ্ঘন করা হয়েছে। কারণ, প্রথা অনুযায়ী, রাজ্যপাল যদি রাজ্যের কোনও জেলায় যান, সেক্ষেত্রে তা সরকারকে জানাতে হয়। তিনি যেখানে যাচ্ছেন সেখানকার প্রশাসনকেও তা জানানো আবশ্যক। কিন্তু রাজ্যপাল তা করেননি”।

আরও পড়ুন-দিল্লি-রাজ্যে দূরত্ব বাড়ছে! বিজেপি-র কেন্দ্রীয় নেতাদের জন্য আলাদা অফিস

এই চিঠি পাওয়ার পরেও ধনকড় গত বৃহস্পতিবার শীতলকুচি (Sitalkuchi) যান, শনিবার গিয়েছেন নন্দীগ্রাম (Nandigram)৷ শীতলকুচি ও নন্দীগ্রাম , দু’জায়গাতেই সংবাদমাধ্যমের সামনে রাজ্যপাল জগদীপ ধনকড় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের তুমুল সমালোচনা করেছেন৷
রাজ্যপালের এই মনোভাবেরই কঠোর সমালোচনা করেছেন সায়নী ঘোষ৷

Related articles

নতুন ‘খুনির সন্ধানে’ মিতিন মাসি: প্রকাশ্যে এলো ট্রেলার আর গান

শীতের আমেজ নিয়ে হৈ হৈ করে প্রকাশ্যে মিতিন মাসির নতুন ছবির প্রথম ঝলক। আধুনিক ছাঁচে রহস্যের জাল ছড়িয়ে...

কোথায় বিজেপির প্রতিশ্রুতি? খসড়া তালিকায় নামছাঁট ৮৬ হাজার, আতঙ্ক মতুয়া অধ্যুষিত বনগাঁয়

এসআইআর প্রক্রিয়ায় কারও নাম বাদ যাবে না—বিশেষ নিবিড় সংশোধনের সময় এমনই আশ্বাস দিয়েছিল স্থানীয় বিজেপি নেতৃত্ব। কিন্তু খসড়া...

কোথায় ১ কোটি রোহিঙ্গা! খসড়া তালিকার পর বিজেপির বাংলা-বিরোধী চরিত্রে তোপ তৃণমূলের

এসআইআর-এর প্রথম পর্বে খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিজেপির তথা রাজ্যের বিরোধী দলনেতার তোলা একের পর এক দাবি...

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...
Exit mobile version