Thursday, May 8, 2025

কোলাঘাটের ‘কোভিড কিচেন’, অসহায় রোগীদের দুবেলা খাবার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা

Date:

ভয়াবহ করোনা পরিস্থিতিতে(covid situation) ঘুম ছুটেছে দেশবাসীর। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কঠিন এই সময়ে মানবিকতাকে আপন করে অসহায় মানুষগুলির পাশে দাঁড়াচ্ছে কিছু মানুষ। সম্প্রতি তারই এক নজির দেখা গেল কোলাঘাটে। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে কোলাঘাটের(kolaghat) ছটি গ্রামের প্রায় ৪৫ জন করোনা আক্রান্তের(covid infected) বাড়িতে বিনামূল্যে দুবেলা পৌঁছে দেওয়া হচ্ছে খাবার‌। গত à§­ মে থেকে চালু হয়েছে এই ‘কোভিড কিচেন’।

জানা গিয়েছে, মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সারা দেশের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের অবস্থাও আশঙ্কাজনক। প্রতিটি গ্রামের প্রায় সব পাড়াতেই আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় à§§à§­ জনের। আক্রান্তদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি অনেকে আবার বাড়িতেই রয়েছেন আইসোলেশনে। বেশ কয়েকটি বাড়িতে পরিবারের সকলে করোনা আক্রান্ত। এই অবস্থায় বাজারে যাওয়া বা বাড়িতে রান্নাবান্না করার মতো পরিস্থিতি নেই। তাদেরই সাহায্যার্থে এগিয়ে এলো ‘কোভিড কিচেন’। নিয়ম করে প্রতিদিন দুইবেলা সেই সমস্ত বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে খাবার। খাবারের মেন্যুতে রয়েছে ডাল-ভাত-সব্জি-ডিমের ঝোল, রাতে রুটি সব্জি ইত‍্যাদি।

ওই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ডাঃ শ‍্যামল আদক জানান, “এলাকার যত রোগীর যতদিন পর্যন্ত এই পরিষেবা দরকার হবে, আমরা যথাসাধ্য চেষ্টা করব তা চালু রাখতে। কেবল এই উদ‍্যোগই নয়, আমরা গত ১৪ মাস ধরে বহুমুখী কর্মসূচির মাধ‍্যমে মহামারি কবলিত মানুষের পাশেই আছি ও থাকব।” ওই স্বেচ্ছাসেবী সংস্থার এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আমলহান্ডা, আশুরালী, বাড়বড়িশা গ্রামের সাধারণ মানুষ। এই সমস্ত এলাকার করোনা আক্রান্তরা একবাক্যে জানিয়েছেন, পাড়ার অনেকে যখন ভয়ে কাছে ভীড়ছে না তখন এই পরিষেবায় তাদের কেবল পেট ভরছে তা নয়, মনেও সাহস সঞ্চার করছে।

Related articles

অপারেশন সিন্দুরকে ‘লজ্জা’ দাবি করার পর ভারত – পাক ‘মধ্যস্থতা’য় আগ্রহ ট্রাম্পের!

পহেলগাম হামলার (Pahelgam attack)বদলা নিতে বেছে বেছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। দেশের সেনাবাহিনীর 'অপারেশন সিন্দুর' (Operation...

জেলায় জেলায় তাপপ্রবাহের সর্তকতা, উইকেন্ডেই চরম গরমের পূর্বাভাস!

কালবৈশাখী আর বৃষ্টির ইনিংস শেষ হয়ে এবার গরমের খেলা শুরু। বৈশাখের শেষ সপ্তাহে তীব্র তাপপ্রবাহের (Heatwave Alert) ইঙ্গিত...

পুঞ্চে পাক গুলিবর্ষণে নিহত নাগরিকের সংখ্যা বেড়ে ১৫, শহিদ ১ জওয়ান 

সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর একটানা আক্রমণ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ইসলামবাদের টার্গেট নিরীহরা। ভারত...

আর বোধ হয় ছাড়বে না! অপারেশন সিঁদুর-এর পর পূর্ণমকে নিয়ে উদ্বেগে পরিবার

পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে সফল মিসাইল হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী।...
Exit mobile version