ভ্যাকসিন, অক্সিজেন প্ল্যান্টের জন্য প্রধানমন্ত্রীকে বলুন, বিজেপি বিধায়কদের পরামর্শ গৌতমের

গৌতম দেব

কার্যত লকডাউনের সময়ে শিলিগুড়িতে তিন বিজেপি বিধায়কের ধর্ণায় বসার ঘটনাকে ‘নাটক’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন পর্যটন মন্ত্রী গৌতম দেব। রবিবার দুপুরে প্রাক্তন পর্যটন মন্ত্রী তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি (সমতল) রঞ্জন সরকারকে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, “কেন্দ্র পশ্চিমবঙ্গকে পর্যাপ্ত ভ্যাকসিন দিচ্ছে না। রাজ্য ৭০টি অক্সিজেন প্ল্যান্ট বসানোর অনুমতি চাইলে মাত্র ৪টি দিয়েছে। এ অবস্থায় বিজেপির বিধায়করা কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সে কথা জানিয়ে ভ্যাকসিনের ব্যবস্থা করবেন না! কেনই বা অক্সিজেন প্ল্যান্ট বসানোর অনুমতি দেওয়ার জন্য চিঠি লিখবেন না!” এর পরেই গৌতম দেবের কটাক্ষ, মানুষের সমস্যার সমাধানের চেষ্টায় সামিল না হয়ে প্রায় লকডাউনের সময়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে নাটক করছেন ওই তিন বিধায়ক।

আরও পড়ুন-১৭ মে থেকে সম্পূর্ণ লকডাউন সিকিমে, আজ হাট-বাজারে ঠাসাঠাসি ভিড়

রবিবার সকালে শিলিগুড়ির হাসমি চকে হিলকার্ট রোডের ধারে আচমকা অবস্থানে বসেন শিলিগুড়ি, মাটিগাড়া নকশালবাড়ি ও ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক। পুলিশ তাঁদের অবস্থান তুলে নিতে অনুরোধ করলেও তাঁরা শোনেননি। এর পরে পুলিশ তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। বিজেপির বিধায়করা জানান, শিলিগুড়িতে করোনা রোগীদের চিকিৎসায় অব্যবস্থার প্রতিবাদেই তাঁরা ধর্নায় বসেছেন।

Advt

Previous article১৭ মে থেকে সম্পূর্ণ লকডাউন সিকিমে, আজ হাট-বাজারে ঠাসাঠাসি ভিড়
Next articleকরোনার কারণে প্রাক বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল উত্তর কোরিয়া