Tuesday, December 23, 2025

দিনভর টানাপোড়েনের পর স্বস্তি, অন্তর্বর্তীকালীন জামিন নারদ মামলায় ধৃত ৪জনের

Date:

Share post:

দিনভর টানাপোড়েনের শেষে স্বস্তি। সিবিআইয়ের জেল হেফাজতের আর্জি খারিজ নগর দায়রা আদালতে। নারদ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim), সুব্রত মুখোপাধ্যায়(Subrata Mukharjee), মদন মিত্র(Madan Mitra) ও শোভন চট্টোপাধ্যায়(Shobhan Chatterjee)। ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে প্রত্যেককে জামিন দিয়েছেন বিচারক অনুপম মুখোপাধ্যায় (Apupom Mukharjee)।

নারদ মামলায় সোমবার বিনা নোটিশে গ্রেফতার করা হয় রাজ্যের দুই মন্ত্রী, এক বিধায়ক এবং এক প্রাক্তন বিধায়ককে। গ্রেফতারের পর
চারজনকে আদালতে ভার্চুয়ালি পেশ করে সিবিআই(Cbi)। এদের সঙ্গেই প্রাক্তন আইপিএস এসএমএইচ মির্জার নাম যোগ করে মোট পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ভারতীয় দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা রুজু হয়। দুপুর দুটো থেকে শুনানি ঘণ্টাখানেকের মধ্যে শেষ হয়। ধৃত চারজনের ১৪ দিনের জেল হেফাজত চায় সিবিআই। কিন্তু আদালত জানতে চায়, যখন চার্জশিট পেশ করা হয়েছে, তখন হেফাজতে নেওয়ার কী প্রয়োজনীয়তা রয়েছে?

এর উত্তরে সিবিআইয়ের আইনজীবী জানান, চারজনই প্রভাবশালী। সাক্ষীদের প্রভাবিত করতে পারেন।

আদালতে অভিযুক্তদের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, ৪ অভিযুক্ত তদন্তে সহযোগিতা করেননি এমন অভিযোগ নেই। তারা দায়িত্বশীল নাগরিক। এরা কোথাও পালিয়ে যাননি। কোনো নথি নষ্ট করার চেষ্টা করেননি। পুরসভায় করোনা মোকাবিলার দায়িত্বে ফিরহাদ হাকিম। তার গ্রেফতারিতে এই কাজে অত্যন্ত সমস্যা হবে। একই সঙ্গে কল্যাণ অভিযোগ করেন, রাজ্যপালের কোনও ক্ষমতা নেই চার্জশিটের অনুমতি দেওয়ার।
একইসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোভিড পরিস্থিতিতে অযথা কাউকে গ্রেফতার করা বা হেফাজতে নেওয়া যাবে না।

প্রশ্ন ওঠে একই মামলায় অভিযুক্ত থাকা সত্বেও বিজেপি নেতা তথা বিধায়ক মুকুল রায়-শুভেন্দু অধিকারীকে গ্রেফতার নয় কেন?

দুপক্ষের সওয়াল-জবাবের পর বিচারক অনুপম মুখোপাধ্যায় ৪ জনেরই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন। ৫০ হাজার টাকার বন্ডে তাঁদের জামিন দেওয়া হয়েছে। তবে এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যেতে পারে সিবিআই।

Advt

spot_img

Related articles

বিজেপির মধ্যপ্রদেশে ছাড় নেই দৃষ্টিহীনের! ‘ধর্মান্তকরণের’ অভিযোগে মহিলাকে মার নেত্রীর

চার্চে চলছে ধর্মান্তকরণ। এই খবর ছড়িয়ে পড়তেই চার্চে চড়াও বজরং দলের কর্মীরা। নেতৃত্বে মধ্যপ্রদেশের জবলপুরের (Jabalpur) জেলা সহ-সভাপতি...

সেফটিপিন গিলে ফেলা গোল্ডিকে সুস্থ করল অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব

অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব। পশু চিকিৎসা পরিষেবায় ক্রমেই এক বিশ্বাসযোগ্য নাম হয়ে উঠছে এই প্রতিষ্ঠান। নিজেদের পোষ্যরা বিপদে...

ছাব্বিশের বক্সঅফিসে টলিউড বনাম বলিউডের বড় টক্কর! 

দেখতে দেখতে ২০২৫ প্রায় শেষ। বাংলা এবং হিন্দি বিনোদন জগতের জন্য বছরটা খুব একটা খারাপ যায়নি। তবে এবার...

চিন্নাস্বামীতে ফিরছেন কিং কোহলি, বিরাট শো থেকে বঞ্চিতই থাকবেন দর্শকরা

চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলতে নামছেন বিরাট কোহলি(Virat Kohli )। পদপিষ্ট কাণ্ডের ঘটনা এখনও ফিকে হয়নি।এরইমধ্যে ফের প্রিয় চিন্নাস্বামীতে (Chinnaswamy...