Monday, May 5, 2025

আমি কোনও ফোন করিনি। জয়দাই আমাকে ফোন করে পরিস্থিতি জানতে চেয়েছিলেন- তাঁর সঙ্গে বিজেপির রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারের ফোনালাপের প্রসঙ্গে মন্তব্য বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। নারদ মামলায় রাজ্যের তিন হেভিওয়েট নেতার সঙ্গে জেলবন্দি প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। অসুস্থ হয়ে আপাতত তিনি এসএসকেএমে চিকিৎসাধীন। এই পরিস্থিতিতে খবর পাওয়া যায় শোভন চট্টোপাধ্যায়কে (Shobhan Chettarjee) বাঁচানোর আর্জি জানিয়ে জয়প্রকাশ মজুমদারকে ফোন করেছেন শোভন-বান্ধবী বৈশাখী। এই খবর প্রকাশিত হওয়ার পর এই বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Boishakhi Benarjee) জানান, তিনি কোনো ফোন করেননি। উল্টে তাঁর দাবি সোমবার সকাল থেকে শুরু করে মঙ্গলবার দুপুর পর্যন্ত পরিস্থিতি জানতে চেয়ে জয়প্রকাশ মজুমদার তাঁকে ফোন করেছিলেন। বিস্তারিত সব বৈশাখী জানিয়েছেন বিজেপি নেতাকে। তার ব্যাখ্যা যদি এই হয় যে, তিনি জয়প্রকাশ মজুমদারকে (Jayprakash Majumder) ফোন করেছিলেন তাহলে সেক্ষেত্রে সেটা ভুল ব্যাখ্যা করা হবে।

ভোটের আগে বিজেপির (BJP) মঞ্চে গিয়ে “ঘরে ঘরে পদ্ম, দিদিমণি জব্দ” স্লোগান দিয়ে বেড়ান শোভন-বৈশাখী। তারপর বিজেপি তাঁদের প্রার্থী না করায় গোসা হয় তাঁদের। পদ ছাড়ার চিঠি পাঠান বলেও খবর। এরপর ভোটবাজারে তাঁদের আর দেখা যায়নি।

এরই মধ্যে গ্রেফতার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee) ধৃতদের পাশে দাঁড়ানোয় এখন মমতাকে খুশি করার মতো বিবৃতি দিতে শুরু করেছেন বৈশাখী। এই পরিস্থিতিতে খবর রটে, বৈশাখী ফোন করেছিলেন বিজেপির রাজ্য সহসভাপতিকেও। অনুরোধ, শোভনকে বাঁচান। কিন্তু সেই খবর কেউ ভুল বলে আখ্যা দিলেন বৈশাখী।

আরও পড়ুন- এসএসকেএমে চিকিৎসাধীন নারদ কাণ্ডের তিন অভিযুক্ত, করা হবে ইকো কার্ডিওগ্রাফি

 

Related articles

টুটুকে নিয়ে মিলল না সমাধান, ফের হবে বৈঠক

টুটু বোসের(Tutu Bose) পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত ঝুলেই রইল। সোমবারের বৈঠকেও মিলল না সমাধান। পরের সপ্তাহে ফের মোহনবাগানের(Mohunbagan) কার্যকরী...

সিনেমায় কোপ! ট্রাম্পের নতুন ঘোষণায় চিন্তায় ভারতের প্রযোজকরা

ট্রাম্পের শুল্কের বন্যায় অস্থির বিশ্ব। চিনের উপর আবার অতিরিক্ত শুল্ক। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন মার্কিন...

শীঘ্রই শুরু দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্বের কাজ

কলকাতা ও হাওড়ার অন্যতম সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতুর সংস্কারের দ্বিতীয় পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। ইতিমধ্যেই প্রথম...

প্রত্যেক রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলকে ব্ল্যাক আউট করে মক ড্রিল করানোর নির্দেশ কেন্দ্রের

পঞ্জাবের মতো সব রাজ্যে (State) ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্ল্যাক আউট (Blackout) করে মক ড্রিল (Mock Drill) করানোর নির্দেশ...
Exit mobile version