এসএসকেএমে চিকিৎসাধীন নারদ কাণ্ডের তিন অভিযুক্ত, করা হবে ইকো কার্ডিওগ্রাফি

এই মূহুর্তে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন নারদ কাণ্ডের তিন অভিযুক্ত। মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়। গতকাল সিবিআই এঁদের সঙ্গেই আরও একজনকে গ্রেফতার করেছে তিনি ফিরহাদ হাকিম। তিনি প্রেসিডেন্সি জেলেই রয়েছেন।

হাসপাতালে মদন মিত্রকে অক্সিজেন দেওয়া হয়েছে। উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে তিনি রয়েছেন। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। কলকাতার প্রাক্তন মেয়র তথা তৃণমূলের বিধায়ক শোভন চট্টোপাধ্যকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রয়েছেন উডবার্ন ওয়ার্ডের ১০৪ নম্বর কেবিনে। শ্বাসকষ্টের সমস্যার কারণে মঙ্গলবার দুপুরে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের ১০২ নম্বর কেবিনে ভর্তি করানো হয় রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও।

আরও পড়ুন-Tauktae-এর দাপটে ভেঙে পড়ল ওয়াংখেড়ে স্টেডিয়ামের সাইটস্ক্রিন

আপাতত হাসপাতাল সূত্রে খবর, এঁদের তিনজনেরই ইকো কার্ডিওগ্রাফি করানো হবে। উল্লেখ্য,অভিযুক্ত ৩ নেতা-মন্ত্রী এবং এক প্রাক্তন বিধায়ককে সোমবার সকালে গ্রেফতার করে নিজাম প্যালেসে নিয়ে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। পরে সন্ধেয় সিবিআই-এর বিশেষ আদালত অন্তর্বর্তীকালীন জামিন দেয় তাঁদের। কিন্তু রাতেই ওই জামিনের নির্দেশ খারিজ করে দেয় কলকাতা হাই কোর্ট।

Advt

Previous articleশুক্রবার থেকেই শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘দুয়ারে রেশন’
Next articleআমি বিজেপি নেতাকে ফোন করিনি: বৈশাখী