Sunday, August 24, 2025

মামলা স্থানান্তর নিয়ে সওয়াল সলিসিটর জেনারেলের, জবাব সিংভির

Date:

Share post:

বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে ভার্চুয়াল শুনানিতে মেহেতা বলেন, “১৭ তারিখের ঘটনা দুঃখজনক। সেই কারনেই আমরা মামলায় সরিয়ে নিতে চাই। অভিযুক্তদের ‘রি-কল’ পিটিশন শোনার আগে ১৭ তারিখের পরিস্থিতি জানতে হবে৷
(বিচারপতিদের উদ্দেশ্যে) সেদিনের পরিস্থিতি আপনাদের বিবেচনা করতেই হবে। ওই পরিস্থিতি ‘এক্সট্রা অর্ডিনারি’ ছিলো৷ দল বেঁধে মুখ্যমন্ত্রী আরও লোকজন নিয়ে CBI দফতরে ঢুকে যান। বলেন আমাকে গ্রেফতার করুন। এমনকি ধর্নাতেও বসে যান। এটা নজিরবিহীন৷”

এই সময় ফিরহাদ-সুব্রত’র আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, “অনেক মামলাতেই এমন বিক্ষোভ হয়।জনপ্রতিনিধিদের সঙ্গে জড়িত ঘটনায় বা মামলায় মানুষের ক্ষোভ থাকেই। তবে এটা ঠিক এ ধরনের বিক্ষোভ দেখানো উচিত নয়। তবে এই বিক্ষোভকে যে ভাবে উপস্থাপন করা হচ্ছে তা-ও ঠিক নয়, বললেন সিঙ্ঘভি।” তিনি বলেন, গত পাঁচ বছরে এই মামলা নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। ২০১৬ সাল থেকে ২০২১ পর্যন্ত এই মামলায় কোনও গুরুত্ব দেওয়া হয়নি। আজ এত তৎপরতা কেন ?

আরও পড়ুন-হাইকোর্টে নারদ মামলার শুনানি: কোভিডে কি জেল খুব জরুরি ছিল? প্রশ্ন বিচারপতির

উত্তরে তুষার মেহেতা বলেন, দল বেঁধে মুখ্যমন্ত্রী আরও লোকজন নিয়ে সিবিআই দফতরে ঢুকে যান। তাঁকে গ্রেফতার করার দাবি জানান। ধর্নাতেও বসেন। এটা নজিরবিহীন৷ এটা সাধারণ মামলা নয়। স্বয়ং মুখ্যমন্ত্রী ধর্নায় বসছেন। এটা কেমন করে হতে পারে? এরপর থেকে সাধারণ গ্রেফতারেও তো এটাই ট্রেন্ড হয়ে যাবে। সেদিনের বিশৃঙ্খলা সম্পূর্ণ পরিকল্পিত ছিল। নিজামে প্রচুর মানুষ এসে ভিড় করেছিলেন। অফিসারদের পক্ষে তাই বাইরে আসা সম্ভব হয়নি। বেআইনি ভাবে ভিড় করে বিক্ষোভ দেখানো উন্মত্ত জনতাকে সামলানোও সম্ভব হয়নি। বাধ্য হয়েই অভিযুক্তদের ওখানে রাখা হয়। অভিযুক্তদের হেফাজতে নিয়ে তদন্তের সুযোগ দেওয়া হোক।

মেহেতা বলেন, প্রভাবশালী নেতাদের সুবিধা দিতে আইনের ক্ষতি করা হয়েছে৷ গ্রেফতার হওয়া ৪ প্রভাবশালী নেতা মন্ত্রীর প্রভাব এতটাই বেশি যে, তাঁদের যাতে সশরীরে হাজিরা না দিতে হয়, তার আর্জি করেন আইনজীবীরা। ভার্চুয়ালি হাজিরা দেওয়ার প্রস্তাবও রাখা হয়। আইনমন্ত্রী নিজে আদালতে যান। এমন নজির আগে কোথাও দেখা যায়নি। এতে আইন ও বিচারব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হয়। সেদিন
কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো হয়। CBI-এর বিচারককে এই পরিস্থিতিতে জামিনের সিদ্ধান্ত নিতে হয়েছিল।

Advt

spot_img

Related articles

পদ্মবিভীষণ! দেশের প্রয়াত অর্থমন্ত্রীকে চরম অশ্রদ্ধা বিজেপি নেত্রী অগ্নিমিত্রার

কতটা অশ্রদ্ধা থাকলে দেশের প্রাক্তন মন্ত্রী তথা নিজের দলের জাতীয় নেতাকে একজন বিধায়ক সম্মান জানাতে গিয়েও নক্কারজনক শব্দ...

পথ দুর্ঘটনায় প্রয়াত জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফারিদ, সিসিটিভি ফুটেজ দেখেই হতবাক সকলে

পথ দুর্ঘটনাতে প্রয়াত জম্মু ও কাশ্মীরের(Jammu&Kashmir) ক্রিকেটার ফারিদ হুসেন(Frid Hussain)। তাঁর দুর্ঘটনার সিসিটিভ ফুটেজ প্রকাশ্যে আসতেই হৈচৈ পড়ে...

ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর রিলায়েন্স না আদানি গোষ্ঠী !

সংসদে গেমিং প্ল্যাটফর্মগুলি নিষিদ্ধ হওয়ায় ভারতীয় দলের জার্সি থেকে সরছে ড্রিম ইলেভেনের (Dream 11) লোগো। কিন্তু এরপর কে?...

পণের দাবিতে স্ত্রীকে ‘খুন’, এনকাউন্টারে ধরা পড়েও আফশোষ নেই খুনি স্বামীর!

স্করপিও গাড়ি পেয়েও নিস্তার নেই। দেওয়া হয়েছে আরও একটি গাড়ি। দিতে হবে আরও ৩৬ লক্ষ। নয় বছর ধরে...