Wednesday, August 27, 2025

রাজ্যে ভয়াবহ আকার নিয়েছে করোনা পরিস্থিতি। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। ইতিমধ্যেই সংক্রমণ রুখতে রাজ্যজুড়ে জারি হয়েছে একাধিক বিধি-নিষেধ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কিছুটা কমল করোনা আক্রান্তের সংখ্যা। তবে উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু। গতকালের চেয়ে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেল রাজ্যে।

বুধবারের স্বাস্থ্য দফতরের কোভিজ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯০০৬ জন। যার ফলে এরাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লক্ষ ৯০ হাজার ৮৬৭। তবে ভাল খবর এদিন দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৯ হাজার ১৫১ জন। ফলে রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৪৫ হাজার ৬৪৩। রাজ্যে সুস্থতার হার বর্তমানে ৮৭.৮১ শতাংশ। তবে উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গিয়েছে ১৫৭ জনের। ফলে রাজ্যে করোনায় মোট বলির সংখ্যা ১৩,৭৩৩।

তবে সংক্রমণের নিরিখে এখনও সর্বোচ্চ স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪১৭৭ জন। মৃত্যু হয়েছে ৪৮ জনের। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ২৪ হাজারের বেশি। এরপরেই রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় দৈনিক করোনা আক্রান্ত ৩,৬১৮ জন। মৃত্যু হয়েছে ৩১ জনের। উত্তর ২৪ পরগনা ও কলকাতার পরেই সবচেয়ে খারাপ করোনা পরিস্থিতি হুগলির। এই জেলায় গত ২৪ ঘণ্টা করোনা আক্রান্ত ১,১৭২ জন। এছাড়াও হাওড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়ার করোনা পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক।

আরও পড়ুন- করোনা পরিস্থিতির মাঝেও ৫০ হাজারের গণ্ডি পেরিয়ে ফের নামল সেনসেক্স

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version