Thursday, December 18, 2025

নারদ-মামলা স্থানান্তরের আর্জিতে মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রীকে যুক্ত করেছে CBI

Date:

Share post:

নারদ-মামলা অন্য রাজ্যে স্থানান্তরের আর্জিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের আইনমন্ত্রীকেও CBI যুক্ত করেছে৷ পক্ষভুক্ত করা হয়েছে তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও৷

বুধবার এই মামলার শুনানির শুরুতেই CBI-এর তরফে এ কথা জানানো হয়েছে প্রধান বিচারপতির এজলাশে৷ এর অর্থ, বুধবারের শুনানিতে মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী এবং সাংসদকে হলফনামার মাধ্যমে তাঁদের বক্তব্য পেশ করার সময় দিতে পারে হাইকোর্ট ৷ আইনি মহলের বক্তব্য, নারদ-মামলা অন্য রাজ্যে স্থানান্তরের আর্জির ফয়সালা বুধবার হওয়ার সম্ভাবনা কম৷

বুধবার হাইকোর্টে শুনানি শুরু হওয়ার কিছু পরেই প্রযুক্তিগত ত্রুটির কারনে ভার্চুয়াল শুনানি স্থগিত রাখা হয়৷ বেশ কিছুক্ষণ পর সংযোগ স্থাপিত হতেই আদালতে CBI-এর জানায়, নারদ-মামলা ভিন রাজ্যে স্থানান্তরের যে আবেদন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে করা হয়েছে, সেখানে পক্ষভুক্ত বা ‘পার্টি’ করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীকে৷ গত সোমবার এই দু’জনকে যে ভূমিকায় দেখা গিয়েছে, তাতে CBI মনে করছে, এই রাজ্যে নারদ-মামলার বিচারপর্ব চালানোর পরিবেশ ও পরিস্থিতি নেই৷
সেই কারনেই এই মামলা অন্য রাজ্যে নিয়ে যেতে CBI চাইছে৷

ওদিকে, জেল হেফাজতে থাকা চার নেতা-মন্ত্রীর তরফে CBI-এর মামলা স্থানান্তরের আর্জি চ্যালেঞ্জ করে আলাদা আবেদন পেশ করা হয়েছে এদিনই৷

এদিন শুনানি শুরু হতেই ৪ অভিযুক্তের আইনজীবী সিদ্ধার্থ লুথরা ব্যক্তিগত কারনে এই মামলার শুনানি কিছুক্ষণ পিছিয়ে দেওয়ার আবেদন জানান৷ প্রধান বিচারপতি সেই আর্জি গ্রহণ করে জানিয়ে দেন, পরবর্তী শুনানি এদিনই বেলা ২টো থেকে হবে৷
CBI এদিন মামলা স্থানান্তরের জন্য ১২৩পাতার এক হলফনামা পেশ করেছে৷ হলফনামায় বলা হয়েছে, গত সোমবার চার জনকে গ্রেফতার করে নিজাম প্যালেসে CBI দফতরে আনার পর মুখ্যমন্ত্রী সেখানে যান৷ দফতরের মধ্যেই ধর্ণায় বসেন এবং ধৃতদের বিনাশর্তে মুক্তি দিতে বলেধ৷ তিনি বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওখানে ছিলেন৷ এর পর নিজাম প্যালেসের সামনে উত্তেজনার সৃষ্টি হয়৷ আধাসেনাদের লক্ষ্য করে পুলিশের সামনেই পাথর ছোঁড়া হয়৷ বলা হয়েছে, এই ঘটনায়
CBI-আশঙ্কা করছে এই রাজ্যে নারদ মামলার নিরপেক্ষ, অবাধ বিচার ও তদন্ত সম্ভব নয়৷

spot_img

Related articles

দলে একঝাঁক তারকা, আসন্ন আইপিএলে নাইটদের নেতা বদল!

মিনি নিলামে(IPL Mini Auction) খাতায় কলমে শক্তিশালী দল গঠন করেছে কেকেআর(KKR)। অজিঙ্ক রাহানে, রিঙ্কু সিংরা ছিলেন সঙ্গে ক্যামেরন...

মনরেগার পরিবর্তে ‘জিরামজি’ বিল পাশ লোকসভায়! উত্তাল লোকসভা

বিরোধীদের প্রবল আপত্তি ও বিক্ষোভ সত্ত্বেও লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে MGNREGA-র নাম বদল বিল লোকসভায় পাশ করাল মোদি সরকার।...

ভিত্তিহীন বিদ্বেষপূর্ণ মন্তব্য মেসি ভক্তের, লালবাজারে অভিযোগ দায়ের সৌরভের

যুবভারতী কাণ্ডে ইচ্ছাকৃত নাম জড়িয়ে কুৎসা, সুনাম নষ্টের অভিযোগে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের প্রধান উত্তম সাহার বিরুদ্ধে লালবাজারে অভিযোগ...

MGNREGA-র নাম বদল নিয়ে কেন্দ্রের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর, গান্ধীজির নামে ‘কর্মশ্রী’ প্রকল্পের নাম

বিরোধীদের তুমুল আপত্তি সত্ত্বেও লোকসভায় যেদিন পাশ হল ‘বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ অর্থাৎ...