Tuesday, November 4, 2025

নারদ-মামলা স্থানান্তরের আর্জিতে মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রীকে যুক্ত করেছে CBI

Date:

Share post:

নারদ-মামলা অন্য রাজ্যে স্থানান্তরের আর্জিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের আইনমন্ত্রীকেও CBI যুক্ত করেছে৷ পক্ষভুক্ত করা হয়েছে তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও৷

বুধবার এই মামলার শুনানির শুরুতেই CBI-এর তরফে এ কথা জানানো হয়েছে প্রধান বিচারপতির এজলাশে৷ এর অর্থ, বুধবারের শুনানিতে মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী এবং সাংসদকে হলফনামার মাধ্যমে তাঁদের বক্তব্য পেশ করার সময় দিতে পারে হাইকোর্ট ৷ আইনি মহলের বক্তব্য, নারদ-মামলা অন্য রাজ্যে স্থানান্তরের আর্জির ফয়সালা বুধবার হওয়ার সম্ভাবনা কম৷

বুধবার হাইকোর্টে শুনানি শুরু হওয়ার কিছু পরেই প্রযুক্তিগত ত্রুটির কারনে ভার্চুয়াল শুনানি স্থগিত রাখা হয়৷ বেশ কিছুক্ষণ পর সংযোগ স্থাপিত হতেই আদালতে CBI-এর জানায়, নারদ-মামলা ভিন রাজ্যে স্থানান্তরের যে আবেদন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে করা হয়েছে, সেখানে পক্ষভুক্ত বা ‘পার্টি’ করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীকে৷ গত সোমবার এই দু’জনকে যে ভূমিকায় দেখা গিয়েছে, তাতে CBI মনে করছে, এই রাজ্যে নারদ-মামলার বিচারপর্ব চালানোর পরিবেশ ও পরিস্থিতি নেই৷
সেই কারনেই এই মামলা অন্য রাজ্যে নিয়ে যেতে CBI চাইছে৷

ওদিকে, জেল হেফাজতে থাকা চার নেতা-মন্ত্রীর তরফে CBI-এর মামলা স্থানান্তরের আর্জি চ্যালেঞ্জ করে আলাদা আবেদন পেশ করা হয়েছে এদিনই৷

এদিন শুনানি শুরু হতেই ৪ অভিযুক্তের আইনজীবী সিদ্ধার্থ লুথরা ব্যক্তিগত কারনে এই মামলার শুনানি কিছুক্ষণ পিছিয়ে দেওয়ার আবেদন জানান৷ প্রধান বিচারপতি সেই আর্জি গ্রহণ করে জানিয়ে দেন, পরবর্তী শুনানি এদিনই বেলা ২টো থেকে হবে৷
CBI এদিন মামলা স্থানান্তরের জন্য ১২৩পাতার এক হলফনামা পেশ করেছে৷ হলফনামায় বলা হয়েছে, গত সোমবার চার জনকে গ্রেফতার করে নিজাম প্যালেসে CBI দফতরে আনার পর মুখ্যমন্ত্রী সেখানে যান৷ দফতরের মধ্যেই ধর্ণায় বসেন এবং ধৃতদের বিনাশর্তে মুক্তি দিতে বলেধ৷ তিনি বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওখানে ছিলেন৷ এর পর নিজাম প্যালেসের সামনে উত্তেজনার সৃষ্টি হয়৷ আধাসেনাদের লক্ষ্য করে পুলিশের সামনেই পাথর ছোঁড়া হয়৷ বলা হয়েছে, এই ঘটনায়
CBI-আশঙ্কা করছে এই রাজ্যে নারদ মামলার নিরপেক্ষ, অবাধ বিচার ও তদন্ত সম্ভব নয়৷

spot_img

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...