Monday, January 12, 2026

নারদ-মামলা স্থানান্তরের আর্জিতে মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রীকে যুক্ত করেছে CBI

Date:

Share post:

নারদ-মামলা অন্য রাজ্যে স্থানান্তরের আর্জিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের আইনমন্ত্রীকেও CBI যুক্ত করেছে৷ পক্ষভুক্ত করা হয়েছে তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও৷

বুধবার এই মামলার শুনানির শুরুতেই CBI-এর তরফে এ কথা জানানো হয়েছে প্রধান বিচারপতির এজলাশে৷ এর অর্থ, বুধবারের শুনানিতে মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী এবং সাংসদকে হলফনামার মাধ্যমে তাঁদের বক্তব্য পেশ করার সময় দিতে পারে হাইকোর্ট ৷ আইনি মহলের বক্তব্য, নারদ-মামলা অন্য রাজ্যে স্থানান্তরের আর্জির ফয়সালা বুধবার হওয়ার সম্ভাবনা কম৷

বুধবার হাইকোর্টে শুনানি শুরু হওয়ার কিছু পরেই প্রযুক্তিগত ত্রুটির কারনে ভার্চুয়াল শুনানি স্থগিত রাখা হয়৷ বেশ কিছুক্ষণ পর সংযোগ স্থাপিত হতেই আদালতে CBI-এর জানায়, নারদ-মামলা ভিন রাজ্যে স্থানান্তরের যে আবেদন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে করা হয়েছে, সেখানে পক্ষভুক্ত বা ‘পার্টি’ করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীকে৷ গত সোমবার এই দু’জনকে যে ভূমিকায় দেখা গিয়েছে, তাতে CBI মনে করছে, এই রাজ্যে নারদ-মামলার বিচারপর্ব চালানোর পরিবেশ ও পরিস্থিতি নেই৷
সেই কারনেই এই মামলা অন্য রাজ্যে নিয়ে যেতে CBI চাইছে৷

ওদিকে, জেল হেফাজতে থাকা চার নেতা-মন্ত্রীর তরফে CBI-এর মামলা স্থানান্তরের আর্জি চ্যালেঞ্জ করে আলাদা আবেদন পেশ করা হয়েছে এদিনই৷

এদিন শুনানি শুরু হতেই ৪ অভিযুক্তের আইনজীবী সিদ্ধার্থ লুথরা ব্যক্তিগত কারনে এই মামলার শুনানি কিছুক্ষণ পিছিয়ে দেওয়ার আবেদন জানান৷ প্রধান বিচারপতি সেই আর্জি গ্রহণ করে জানিয়ে দেন, পরবর্তী শুনানি এদিনই বেলা ২টো থেকে হবে৷
CBI এদিন মামলা স্থানান্তরের জন্য ১২৩পাতার এক হলফনামা পেশ করেছে৷ হলফনামায় বলা হয়েছে, গত সোমবার চার জনকে গ্রেফতার করে নিজাম প্যালেসে CBI দফতরে আনার পর মুখ্যমন্ত্রী সেখানে যান৷ দফতরের মধ্যেই ধর্ণায় বসেন এবং ধৃতদের বিনাশর্তে মুক্তি দিতে বলেধ৷ তিনি বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওখানে ছিলেন৷ এর পর নিজাম প্যালেসের সামনে উত্তেজনার সৃষ্টি হয়৷ আধাসেনাদের লক্ষ্য করে পুলিশের সামনেই পাথর ছোঁড়া হয়৷ বলা হয়েছে, এই ঘটনায়
CBI-আশঙ্কা করছে এই রাজ্যে নারদ মামলার নিরপেক্ষ, অবাধ বিচার ও তদন্ত সম্ভব নয়৷

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...