Sunday, November 2, 2025

সরকারি কর্মীদের টিকাকরণ: ভ্যাকসিন চেয়ে ফের মোদিকে চিঠি মমতার

Date:

ফের ভ্যাকসিনের (Vaccine) ডোজ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandyapadhyay)। এবার কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের টিকাকরণের জন্য নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে ২০ লক্ষ ডোজ চেয়ে আবেদন করেন মুখ্যমন্ত্রীর। চিঠিতে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র-রাজ্য সরকারি কর্মীদের জন্য ২০ লক্ষ ডোজ প্রয়োজন। রেল, বিমানবন্দর, ব্যাঙ্ক ও ডাকঘর কর্মীদের অবিলম্বে ভ্যাকসিন দিতে হবে। সরকারি কর্মীদের দফতরে সাধারণ মানুষ নিয়মিত যাতায়াত করেন বলে তাঁরা সুপার স্প্রেডারের পর্যায়ে পড়েন। এই জন্যই অবিলম্বে সরকারি কর্মীদের ভ্যাকসিন (Vaccine) দিতে হবে।

আগেই রাজ্যে সাংবাদিক, পরিবহন কর্মী ও হকারদের আগে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সেইমতো কাজ শুরু হয়েছে পুরসভা-সহ বিভিন্ন জায়গায়। কেন্দ্রের বিরুদ্ধে প্রয়োজনমতো ভ্যাকসিন না পাঠানোর অভিযোগ আগেও করেছিলেন মমতা। তিনি বারবার বলেন, রাজ্যকে সরাসরি ভ্যাকসিন কেনার সুযোগ দেওয়া হোক। এখন যে পরিমাণ ভ্যাকসিন রাজ্যের তরফ থেকে কেন্দ্রের কাছে চাওয়া হয়েছে তা এসে পৌঁছায়নি বলে এ দিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এই মর্মে ফের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন মমতা।

আরও পড়ুন:২ মিটার নয়, বাতাসের ১০ মিটার পর্যন্ত ভাসতে পারে করোনাভাইরাস, জানাল কেন্দ্র

 

Related articles

শুধু দক্ষিণ আফ্রিকা নয়, ফাইনালে আজ ভারতীয় মহিলা ব্রিগেডের প্রতিপক্ষ বৃষ্টিও!

আশা-আকাঙ্ক্ষার রবিবারে ভারতীয় মহিলাদের স্বপ্নের ইতিহাস তৈরীর সামনে বৃষ্টি (Rain) বাধা হয়ে দাঁড়াবে না তো, মহিলা বিশ্বকাপ ফাইনালের...

বিয়ে ভাঙলেও দায়িত্ব ছাড়েননি মেয়ে ‘ডোম’ টুম্পা

চাকুরিরতা পাত্রীর জন্য সম্বন্ধ আসে। কিন্তু যখনই জীবিকার কথা শোনে পাত্রপক্ষ-ভেঙে যায় বিয়ে। আজ যখন ভারতীয়দলের জার্সি গায়ে...

বৃষ্টির ভ্রুকূটির মাঝেই পারদ পতন! রাজ্যে অফিসিয়াল শীতের আগমন কবে 

নিম্নচাপের জেরে সারা বছর রাজ্যে বৃষ্টির যন্ত্রণা সহ্য করতে হয় বাঙালিকে। বর্ষা (Monsoon) বিদায় নিলেও অকাল বর্ষণের কারণে...

সাহস থাকলে কোর্টে চলুন, ‘গদ্দার’ শুভেন্দুকে কড়া চ্যালেঞ্জ পার্থর

কথায়-কথায় কোর্টে গিয়ে মামলা করা বিরোধী দলনেতা গদ্দার অধিকারীকে পানিহাটির প্রদীপ কর (Pradip Kar) ইস্যুতে কড়া চ্যালেঞ্জ জানালেন...
Exit mobile version