Tuesday, November 25, 2025

মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

Date:

Share post:

অতিমারি আবহে কবে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা?  আদও হবে কিনা তানিয়ে তৈরি হয়েছে সংশয়।  এরই জবাবে বৃহস্পতিবার বিকাশভবনে সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি  জানান, “পরীক্ষা বাতিলের কোনও প্রশ্ন নেই। পরীক্ষা হবেই। তবে সংক্রমণ নিয়ন্ত্রণে এলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

সংক্রমণের রাশ টানতে দেরিতে হলেও পূর্ণ লকডাউন ঘোষণা করেছে রাজ্য। প্রাথমিক পর্বে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছিল। সেই সময় থেকেই বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এমনকি সরকারি সাহায্যপ্রাপ্ত  স্কুল কলেজগুলিকে সেফ হোম বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। তাই পড়ুয়াদের কাছে পরীক্ষা কবে হবে  তা নিয়ে প্রশ্ন উঠেছিল।  ব্রাত্য বসু  এদিন জানান, “মুখ্যমন্ত্রী কতগুলো আপৎকালীন ব্যবস্থা নিয়েছেন। এবং সংক্রমণের হার কমছে। আমরা আশা করতে পারি সংক্রমণের হার আরও কমবে। তাহলেই দ্রুত পরীক্ষার ব্যবস্থা করা হবে।” এদিন তিনি আরও বলেন, আগামী সপ্তাহে এনিয়ে একটি বৈঠক করার কথা রয়েছে। সেখানেই পরীক্ষা কবে হবে সে বিষয়ে আলোচনা করা হবে।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী মিড ডে মিল প্রসঙ্গে বলেন, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল কলেজগুলিকে সেফ হোম সেন্টার করা হলেও মিড ডে মিল পরিষেবা কোনও ভাবেই বাধাপ্রাপ্ত হবে না। পড়ুয়ারা যে পরিমাণ মিড ডে মিল পেত। সেই পরিমাণ মিলই পাওয়া যাবে। সেফ হোমের পাশাপাশি কীভাবে মিড ডে মিল পাওয়া যায় তা পুর্ননবিকরণ করে প্রক্রিয়া নিশ্চিত করা হবে।

Advt

spot_img

Related articles

নিয়ম ভেঙে পরীক্ষা নিলে শো-কজ! সাসপেনশনও হতে পারে প্রধান শিক্ষকদের, কড়া নির্দেশ পর্ষদের 

এসআইআর সংক্রান্ত কাজের জন্য বহু স্কুলে শিক্ষক পাঠানো হচ্ছে। ফলে ক্লাসরুমের পড়াশোনা ব্যাহত হচ্ছে, সময়মতো সিলেবাস শেষ করাও...

পড়ে গিয়ে পা ভাঙল কুণালের: মঙ্গলে অস্ত্রোপচার, চোট মাথাতেও

পড়ে গিয়ে ফের পা ভাঙল তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। সোমবার, সকালে বাথরুমে (Bathroom)...

জিতুর সঙ্গে সমস্যার জের, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিরিয়াল ছাড়লেন দিতিপ্রিয়া!

অনেক রটনা আর অনেক জল্পনার শেষে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে গেল। মনে করা হচ্ছিল পারস্পারিক মনোমালিন্য আর তিক্ততার জেরে...

SIR-এর কাজে টপ-ব্যাক বিধানসভা: তালিকা তৈরি করে দিলেন অভিষেক

রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে শাসকদল তৃণমূল কংগ্রেস পুরদস্তুর নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ল তা স্পষ্ট করে দিলেন দলের...