Tuesday, November 4, 2025

অমানবিক! অসহায় পরিযায়ী শ্রমিককে খাওয়ানো হলো পথ কুকুরদের খাবার

Date:

Share post:

করোনা মহামারির সময় অনেক স্বেচ্ছাসেবী সংস্থা শ্রমিকদের এবং অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করছে। তাদের এই উদ্যোগের জন্য তাদেরকে সাধুবাদ । কিন্তু যখন কোনও স্বেচ্ছাসেবী সংস্থা অবিবেচকের মতো কাজ করে? তখন তাকে কী বলবেন?
এমনই একটি ঘটনা
প্রকাশ্যে এসেছে ধূপগিড়িতে। যা নিয়ে রীতিমতো শোরগোল পরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ।

অভুক্ত এবং ক্লান্ত পরিযায়ী শ্রমিককে পথ কুকুরদের জন্য তৈরি করা খাবার দেওয়ার অভিযোগ উঠেছে এক স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে। উপায় না পেয়ে সেই খাবারেই পেটের জ্বালা মিটিয়েছেন ওই শ্রমিক। জলপাইগুড়ির ধূপগুড়িতে এরকমই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

ওই স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে নেটিজেনদের একাংশ। ওই ঘটনার আবার ভিডিও রেকর্ডিং করা হয়েছিল, আর সেই রেকর্ডিং এর জন্য প্রিয়াঙ্কুশ বড়ুয়া নামক একজন ব্যক্তিকে আটক করেছে জলপাইগুড়ির পুলিশ।

মঙ্গলবার ওই স্বেচ্ছাসেবী সংস্থার ভিডিও ভাইরাল হওয়ার পরে নেট মহলে বিতর্ক শুরু হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পরিবেশ প্রেমী একটি সংগঠন পথকুকুরদের সঙ্গে একই সঙ্গে বসিয়ে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিককে খাবার দিচ্ছে। একজন আবার ফলাও করে বলছেন, “কুকুরদের জন্য খাবার এনেছিলাম। কিন্তু উনি অভুক্ত, খাবার চাইলেন তাই দিয়েছি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিতর্কের ঝড় উঠেছে। যেখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সেখানে এই ভিডিও দেখার পর অনেকে সরব হয়েছেন। যদিও ওই পরিবেশপ্রেমী সংগঠন দাবি করেছে, পথ কুকুরদের একদম টাটকা খাবার খাওয়ানো হয়। পশুদের খাওয়ানোর আগে তারা নিজেরা একবার খাবারটা খেয়ে দেখে নেন।

ওই স্বেচ্ছাসেবী সংস্থার এক সদস্যের কথায় আমরা দোকান থেকে ফ্রেশ মাংস কিনে নিয়ে আসি। লকডাউনে সমস্ত দোকান বন্ধ। রান্নার পর সেই মাংস রীতিমতো আমরা খেয়ে দেখি। আমার মনে হয় না কোনও বাড়িতে পশুদের জন্য আলাদাভাবে কোনও রান্না করা হয়। পরিযায়ী শ্রমিকটি খাবার জন্য কাঁদছিলেন। বাধ্য হয়ে এই খাবার দিয়েছি।
অন্য এক স্বেচ্ছাসেবী সংস্থার বক্তব্য, পরিযায়ী শ্রমিক যতই খাবার চাক না কেন তাকে বলা উচিত ছিল, আর একটু অপেক্ষা করুন আপনার খাবারের ব্যবস্থা করছি। এটি পথ কুকুরদের খাবার। এমন অমানবিক মানুষ হতে পারে তা আমরা ভাবতেও পারিনা।

Advt

spot_img

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...