Saturday, January 10, 2026

অমানবিক! অসহায় পরিযায়ী শ্রমিককে খাওয়ানো হলো পথ কুকুরদের খাবার

Date:

Share post:

করোনা মহামারির সময় অনেক স্বেচ্ছাসেবী সংস্থা শ্রমিকদের এবং অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করছে। তাদের এই উদ্যোগের জন্য তাদেরকে সাধুবাদ । কিন্তু যখন কোনও স্বেচ্ছাসেবী সংস্থা অবিবেচকের মতো কাজ করে? তখন তাকে কী বলবেন?
এমনই একটি ঘটনা
প্রকাশ্যে এসেছে ধূপগিড়িতে। যা নিয়ে রীতিমতো শোরগোল পরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় ।

অভুক্ত এবং ক্লান্ত পরিযায়ী শ্রমিককে পথ কুকুরদের জন্য তৈরি করা খাবার দেওয়ার অভিযোগ উঠেছে এক স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে। উপায় না পেয়ে সেই খাবারেই পেটের জ্বালা মিটিয়েছেন ওই শ্রমিক। জলপাইগুড়ির ধূপগুড়িতে এরকমই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

ওই স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে নেটিজেনদের একাংশ। ওই ঘটনার আবার ভিডিও রেকর্ডিং করা হয়েছিল, আর সেই রেকর্ডিং এর জন্য প্রিয়াঙ্কুশ বড়ুয়া নামক একজন ব্যক্তিকে আটক করেছে জলপাইগুড়ির পুলিশ।

মঙ্গলবার ওই স্বেচ্ছাসেবী সংস্থার ভিডিও ভাইরাল হওয়ার পরে নেট মহলে বিতর্ক শুরু হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পরিবেশ প্রেমী একটি সংগঠন পথকুকুরদের সঙ্গে একই সঙ্গে বসিয়ে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিককে খাবার দিচ্ছে। একজন আবার ফলাও করে বলছেন, “কুকুরদের জন্য খাবার এনেছিলাম। কিন্তু উনি অভুক্ত, খাবার চাইলেন তাই দিয়েছি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিতর্কের ঝড় উঠেছে। যেখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সেখানে এই ভিডিও দেখার পর অনেকে সরব হয়েছেন। যদিও ওই পরিবেশপ্রেমী সংগঠন দাবি করেছে, পথ কুকুরদের একদম টাটকা খাবার খাওয়ানো হয়। পশুদের খাওয়ানোর আগে তারা নিজেরা একবার খাবারটা খেয়ে দেখে নেন।

ওই স্বেচ্ছাসেবী সংস্থার এক সদস্যের কথায় আমরা দোকান থেকে ফ্রেশ মাংস কিনে নিয়ে আসি। লকডাউনে সমস্ত দোকান বন্ধ। রান্নার পর সেই মাংস রীতিমতো আমরা খেয়ে দেখি। আমার মনে হয় না কোনও বাড়িতে পশুদের জন্য আলাদাভাবে কোনও রান্না করা হয়। পরিযায়ী শ্রমিকটি খাবার জন্য কাঁদছিলেন। বাধ্য হয়ে এই খাবার দিয়েছি।
অন্য এক স্বেচ্ছাসেবী সংস্থার বক্তব্য, পরিযায়ী শ্রমিক যতই খাবার চাক না কেন তাকে বলা উচিত ছিল, আর একটু অপেক্ষা করুন আপনার খাবারের ব্যবস্থা করছি। এটি পথ কুকুরদের খাবার। এমন অমানবিক মানুষ হতে পারে তা আমরা ভাবতেও পারিনা।

Advt

spot_img

Related articles

চম্পাহাটিতে বৈধ বাজি কারখানায় বিস্ফোরণ: তুবড়ি বানাতে গিয়ে আহত ৪

ফের বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা চম্পাহাটিতে। সরকারি লাইসেন্সধারী কারখানায় বাজির মশলায় সমস্যার জেরে বিস্ফোরণ বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।...

সুপ্রিম কোর্টে যেতে পারে ইডি: আগেই ক্য়াভিয়েট দাখিল রাজ্যের

আদালতের নির্দেশ না-পসন্দ। তাই কলকাতা হাই কোর্ট ছেড়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পথে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই পরিস্থিতিতে...

বন্ধ হিন্দমোটর কারখানার পরিত্যক্ত আবাসনে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

হুগলির উত্তরপাড়ায় বন্ধ কারখানায় ১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরী তার বন্ধুর সঙ্গে বন্ধ...

সামান্য কমল পারদ, রাজ্যে জারি শীতের স্পেল!

শনিবার সকালে ভরপুর শীতের (Winter) আমেজ। হাওয়া অফিস (Weather Department) বলছে শুক্রবার কলকাতার তাপমাত্রা বাড়লেও এদিন ফের নিম্নমুখী...