‘এমন অনুভূতি আগে কখনও হয়নি’, মা হয়ে বললেন শ্রেয়া ঘোষাল

মা হলেন শ্রেয়া ঘোষাল। শনিবার দুপুরে পুত্র সন্তানের জন্ম দিলেন শ্রেয়া।মা হওয়ার পর তাঁর ভক্ত ও অনুরাগীদের কাছে এই সুখবর পৌঁছে দেন গায়িকা নিজেই । সন্তানের জন্ম দিয়ে শ্রেয়া লেখেন, ‘এমন অনুভূতি আগে কখনও হয়নি।’
শনিবার বিকেলে ইনস্টাগ্রামে গায়িকা লেখেন, ‘ঈশ্বরের কৃপায় আজ দুপুরে আমাদের পুত্রসন্তান হয়েছে। এমন অনুভূতি আগে কখনও হয়নি। শিলাদিত্য এবং আমি ভীষণ খুশি। আপ্লুত আমাদের পরিবারও’। পাশাপাশি তিনি এও লেখেন সকলের প্রার্থনা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ।


এর আগে নিজের গর্ভবতীর খবর সোশ্যাল মিডিয়ায় জানান শ্রেয়া ঘোষাল। তারপর থেকে ভক্ত ও অনুরাগীদের নিজের ,বেবি শাওয়ার থেকে শুরু করে বেবি বাম্পের বিভিন্ন ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি।

Advt