Tuesday, December 23, 2025

অধিকারী পরিবার নিয়ে ভাবনা, কেন্দ্রের ওয়াই প্লাস নিরাপত্তা পাচ্ছেন শিশির- দিব্যেন্দু

Date:

Share post:

অধিকারী পরিবারকে বাঁচাতে মরিয়া গেরুয়া শিবির। কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন তৃণমূলের দুই সাংসদ, শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী। এবার থেকে ওয়াই প্লাস নিরাপত্তা পাবেন এই দুই সাংসদ। তাঁদের নিরাপত্তা দেবে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী (সিআরপিএফ)।
বিধানসভা নির্বাচনের আগেই সুর বদল করে পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন শুভেন্দু অধিকারী। তারপর একে একে বিজেপির হাত শক্ত করেছেন অধিকারী পরিবারের আরেক সদস্য সৌমেন্দু অধিকারী ও শিশির অধিকারী। কিন্তু ২১এর নির্বাচনে ‘গোহারা’ হেরেছে গেরুয়া শিবির। বাংলার মসনদে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই একাধিক বার বিজেপির তরফে দাবি করা হয়েছে ভোট পরবর্তী হিংসার কথা। বিজেপি সূত্রের দাবি, পূর্ব মেদিনীপুরের অধিকারীদের সুরক্ষিত রাখতেই জেলার দুই সাংসদ শিশির অধিকারী (কাঁথি) ও দিব্যেন্দু অধিকারীর (তমলুক) জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বাড়তি নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে।
কিন্তু লোকসভার এই দুই সদস্যকে বাড়তি নিরাপত্তা দেওয়ার পরই প্রশ্ন উঠছে। ভোট পরবর্তী হিংসায় যদি হয়ে থাকে ,তবে গেরুয়া শিবিরের অন্য সদস্যদের জন্য কেন মোতায়েন করা হল না বাড়তি নিরাপত্তা? দিব্যেন্দু অধিকারী ও শিশির অধিকারীর গতিবিধি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা বহুদিনের। সৌমেন্দু অধিকারী ও শিশির অধিকারী, শুভেন্দু অধিকারীর হাত ধরে নির্বাচনের আগে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন। জল্পনা ছিল দিব্যেন্দুকে নিয়ে। অফিসিয়ালি তৃণমূলে থাকলেও কথাবার্তায় তিনি বুঝিয়ে দিয়েছেন শুভেন্দুর বিপরীতে যাবেন না তিনি।তবে দিব্যেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের দূরত্ব এই ক’মাসে অনেকটাই বেড়েছে। সাংগঠনিক একাধিক পদ থেকে সরানো হয়েছে তাঁদের। এই পরিস্থিতিতে গেরুয়া শিবিরের মতে একাধিক সমীকরণ উলটপালট হয়ে যাওয়ায় নিরাপত্তা হয়েছে তাঁদের নিরাপত্তাও। তাই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

Advt

spot_img

Related articles

জেলা থেকে রেশন দোকান! চার ধাপে নজরদারির পথে রাজ্য

রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আরও জোরদার করতে বড়সড় উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। সরকারি গণবণ্টন ব্যবস্থার ওপর নজরদারি বাড়াতে...

পর্যটন প্রচারে নয়া উদ্যোগ! শীতের আমেজে শুরু ঝাড়গ্রাম উৎসব 

শীতের আমেজে উৎসবমুখর ঝাড়গ্রাম। পর্যটকদের আকর্ষণ বাড়াতে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে শুরু হল ঝাড়গ্রাম উৎসব। কুমুদ...

চার্চে ফাদারের ঘাড় ধরে হুমকি! যোগীরাজ্যে ‘ধর্মান্তরিত বাংলাদেশি’র হিন্দুত্বের হুংকার

অন্য ধর্মের উপর আঘাত বিজেপি শাসিত রাজ্যে নতুন নয়। তবে এবার খ্রীষ্টান ধর্মের এক ফাদারের ঘাড় ধরে হুমকি...

অবসরের পর বলিউডের হিরো! নেটফ্লিক্সের ভিডিও-তে রোহিতের ছক্কা

টেস্ট-আন্তর্জাতিক টি২০ থেকে অবসর নিয়েছেন। তবে একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন রোহিত শর্মা( Rohit Sharma)। বিজয় হাজারেতে খেলার...