Monday, August 25, 2025

শেষ ৫ বছরে ২৪টি ঘূর্ণিঝড়, এবার হিমায়নের আশঙ্কার কথা শোনালেন আবহাওয়াবিদ

Date:

শেষ পাঁচ বছরে ২৪টি ঘূর্ণিঝড়। আর এর কারণ বিশ্ব উষ্ণায়ন।উষ্ণায়নের ফলে সারা পৃথিবীতেই আবহাওয়ার এমন তাণ্ডব। এমনই অশনি সঙ্কেতের কথা শোনালেন আবহাওয়াবিদ সুজীব কর। তাঁর স্পষ্ট কথা, উষ্ণায়ন নয়, আসছে হিমায়ন। আর যশের মতো ঘূর্ণিঝড় আগামিদিনে আরও হবে।

সুজীবের বক্তব্য, বিশ্বের জলচক্রের ওপর নির্ভর করে সমুদ্র, নদী, খাল, বিল, পুকুর। এরসঙ্গে গাছপালাও যুক্ত। আর বিশ্ব উষ্ণায়ন জলচক্রের গতিবেগে বাড়িয়ে দেয়। এর ফলে মেরু অঞ্চলে, পার্বত্য হিমালয়ের বরফ গলে যাচ্ছে অর্থাৎ জলের পরিমানকে জলচক্র বাড়িয়ে তুলছে। আর এই জলের পরিমান বেড়ে যাওয়ার ফলে ভূমির পরিমান কমে যাচ্ছে!। এর দরুন জলের সক্রিয়তা বেড়ে যাচ্ছে। তখন জলের উষ্ণতা বেড়ে যে নিম্নচাপ তৈরি করছে সেটা ভূমিভাগে তৈরি হওয়া নিম্নচাপের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়।জলভাগে তৈরি হওয়া নিম্নচাপটি তখন আবহাওয়ার পরিমণ্ডলে পর্যাপ্ত পরিমাণে ভেপার অর্থাৎ ভাপ নির্গত করতে থাকে, যেটা আবহাওয়ার পরিমণ্ডলের নেওয়ার ক্ষমতার থেকে অনেক বেশি। অর্থাৎ অতিরিক্ত পরিমানে ভেপার পরিমণ্ডলে চলে আসে। যাকে ভূগোলের ভাষায় বলা হয় ‘ইনক্রিজ অফ ভেপার প্রেসার’। এই প্রক্রিয়াই অতি দ্রুত ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যায়।

এরজন্যই সাইক্লোনের সংখ্যা বাড়ছে বলে জানালেন আবহাওয়াবিদ সুজীব কর। তাঁর কথায় এই সংখ্যা উত্তরোত্তর পৃথিবীতে আরও বাড়বে। উষ্ণায়নের অন্যতম প্রভাব হলো হিমায়ন। অর্থাৎ এর পরিণতি তুষার যুগে ঢুকে পড়া। জলের পরিমান বাড়বে, ভূমিভাগ পর্যাপ্ত পরিমান উষ্ণতা পাবে না অথচ ভূমিভাগ থেকে উষ্ণতা নির্গত হবে। এর ফলে ধীরে ধীরে মানুষ শীতল পরিমণ্ডলে ঢুকে পড়বে।

আর এর ফলে নেমে আসবে হিমযুগ। আর এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানালেন সুজীব। অর্থাৎ আর বিশ্ব উষ্ণায়ন নয় মানুষ এগিয়ে চলেছে বিশ্ব হিমায়নের পথে। পৃথিবীতে মানুষ সবথেকে পরে এসেছে, কিন্তু এর প্রভাবে মানুষকে সবথেকে আগে বিলীন হয়ে যেতে হবে বলে সুজীব করের স্পষ্ট কথা।

আরও পড়ুন:নজির গড়লেন লেয়নডস্কি, ভেঙে দিলেন কিংবদন্তি মুলারের রেকর্ড

 

 

Related articles

CBI এখন গ্যালারি শো! তীব্র কটাক্ষ করে খেজুরির জোড়া রহস্যমৃত্যুর তদন্তভার CID-কে দিলেন বিচারপতি

ফের আদালতে প্রশ্নের মুখে CBI-এর ভূমিকা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা "এখন গ্যালারি শো" বলে তীব্র কটাক্ষ করেন বিচারপতি। খেজুরিতে...

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...
Exit mobile version