Thursday, August 21, 2025

এবার বাংলাদেশি পাসপোর্ট থেকে উঠে যাচ্ছে ইসরায়েল ভ্রমণের বিধিনিষেধ 

Date:

এখন থেকে বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ছাড়া বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’ কথাটি আর লেখা থাকবে না। পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তারা বলছেন, সরকারের সিদ্ধান্তেই নতুন ই-পাসপোর্ট থেকে ইসরায়েলের প্রসঙ্গটি বাদ দেওয়া হচ্ছে। এখন লেখা থাকবে–‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ।’ তবে বিষয়টি এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও ঘোষণার মধ্য দিয়ে জানানো হয়নি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোকাব্বির হোসেন  বলেন, ‘আমাদের সংবিধানেই আছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। দেশের স্বার্থে এটা করা হচ্ছে। তবে ই-পাসপোর্টে পরিবর্তন এলেও এমআরপিতে তা আগের মতোই থাকছে।’

বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টে এক সময় লেখা থাকতো- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইসরায়েল, তাইওয়ান, অ্যান্ড দ্য রিপাবলিক অব সাউথ আফ্রিকা।’ পরে দক্ষিণ আফ্রিকা ও তাইওয়ানের নামটি ওই নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ গেলেও ইসরায়েল থেকে যায়। এখন ই-পাসপোর্টে ইসরায়েল উঠিয়ে দিয়ে লেখা থাকবে- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ূব চৌধুরী বলেন, ‘পাসপোর্টের আন্তর্জাতিক মাননিশ্চিত করতে বা বৃদ্ধি করতে যা যা দরকার তা করা হচ্ছে। পৃথিবীর কোনও পাসপোর্টে বাড়তি কথা লেখা নেই।  ই-পাসপোর্ট ও মেশিন রিডেবল পাসপোর্টের এক নাগরিকের যেসব তথ্য থাকা দরবার সেগুলো রাখা হয়। সেটা পৃথিবীর সব দেশের ইমিগ্রশনের জন্য প্রযোজ্য। এর বাইরে কোনও কিছু গুরুত্বপূর্ণ না।’

অতীতে পাসপোর্টে ইসরায়েল ছাড়া পৃথিবীর সব দেশে ভ্রমণের জন্য ব্যবহারের যে সতর্ক বার্তাটি ছিল সেটি তুলে দেওয়া প্রায় এক বছরেররও বেশি সময়ের আগের সিদ্ধান্ত। এটি এখন বাস্তবায়ন হচ্ছে বলেও জানান তিনি। মহাপরিচালক বলেন, ‘আমাদের ই-পাসপোর্ট যেগুলো বিদেশে প্রিন্টের জন্য পাঠানো হয়েছিল, সেগুলো আসতে শুরু করেছে। সেসব পাসপোর্টে ওই লেখাটি নেই।’

আরও পড়ুন- রাজস্থানের এই জেলায় দিন দশেকের মধ্যে করোনায় আক্রান্ত ৩১৫ শিশু, দেশে কি আছড়ে পড়ল তৃতীয় ঢেউ?

Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...
Exit mobile version