Wednesday, December 17, 2025

অপচয় কমাতে উদ্যোগ, ভ্যাক্সিনেশন কেন্দ্রে অনসাইট রেজিস্ট্রেশনেও মিলবে টিকা

Date:

Share post:

করোনা পরিস্থিতিকে(coronavirus situation) সামাল দিতে ভ্যাক্সিনেশন প্রক্রিয়ায় গতি আনতে তৎপর সরকার। ইতিমধ্যেই ১৮ বছর থেকে ৪৪ বছর বয়সীদের ভ্যাকসিন পাওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন(online registration) প্রক্রিয়া চালু হয়েছে। তবে শুধু অনলাইন নয় এবার অফলাইনেও এই সুবিধা চালু করা হয়। অর্থাৎ এখন থেকে ভ্যাক্সিনেশন কেন্দ্রে(vaccination centre) গিয়ে নাম নথিভুক্ত করে ভ্যাকসিন পেতে পারবেন নির্দিষ্ট বয়সীরা। প্রক্রিয়া নাম দেওয়া হয়েছে on-site রেজিস্ট্রেশন। এই সুবিধা চালু করার পেছনে সরকারের উদ্দেশ্য যাতে ভ্যাকসিনের অপচয় কম হয়। জানা গিয়েছে যদি অনলাইনে রেজিস্ট্রেশন করা ব্যক্তি তার জন্য বরাদ্দ টিকা নিতে না পৌঁছন সেক্ষেত্রে ভ্যাক্সিনেশন সেন্টারে গিয়ে অনসাইট নাম নথিভুক্ত করা ব্যক্তিদের সেই টিকা দিয়ে দেওয়া হবে। যার ফলে অপচয় কমবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে বিশদ তথ্য প্রকাশ করা হয়েছে কোউইন ওয়েবসাইটে। তথ্য অনুযায়ী এই সুবিধা শুধুমাত্র সরকারি ভ্যাক্সিনেশন সেন্টার গুলিতেই পাওয়া যাবে।

আরও পড়ুন:যশ’ আতঙ্ক : টালা ট্যাঙ্ককে বাঁচাতে বেশি করে জল ভরার নির্দেশ

স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারিক এ বিষয়ে বিবৃতি দিয়ে জানান, রাজ্য এবং স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে আলোচনার পর ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের জন্য on-site রেজিস্ট্রেশনের সুবিধা চালু করা হচ্ছে। এক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে,
প্রথমত: অনলাইন বুকিংয়ের পর ভ্যাক্সিনেশন সেন্টারগুলোতে দিনের শেষে কিছু ডোজ বেঁচে যেতে পারে। যদি কোনও ব্যক্তি ভ্যাকসিন নিতে না আসে সে ক্ষেত্রে সেই ডোজ সাধারণত নষ্ট হয়। তবে on-site রেজিস্ট্রেশনের সুবিধার কারণে সেই অপচয় বন্ধ হবে।

দ্বিতীয়ত: কুউইন সহ আরোগ্য সেতু মোবাইল অ্যাপের মাধ্যমে একটি মোবাইল নম্বরে চারজনের রেজিস্ট্রেশন সম্পন্ন হলেও, এমন অনেকে রয়েছেন যাদের জন্য on-site রেজিস্ট্রেশন ভীষণভাবেই প্রয়োজনীয়। এমন অনেক মানুষ রয়েছেন যাদের কাছে ইন্টারনেট ও স্মার্ট ফোন নেই। এই প্রক্রিয়ার ফলে এই সমস্ত মানুষদের সুবিধা হবে।

Advt

 

spot_img

Related articles

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...

জিটিএ শিক্ষক নিয়োগ বাতিলের রায় ঘিরে পাহাড়ে স্কুল ধর্মঘটের ডাক

কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং পাহাড়ের শিক্ষা পরিস্থিতি। জিটিএ অঞ্চলে ৩১৩ জন শিক্ষক...

ফুটেজ না দেখা পর্যন্ত মন্তব্য নয়! কীর্তি ইস্যুতে কড়া অবস্থান অভিষেকের

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে এই অভিযোগ...