নারদায় নাটকীয় মোড়, মধ্যরাতে বৃহত্তর বেঞ্চের শুনানিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সিবিআই

নারদ মামলায় (Narada Scam Case) ফের নাটকীয় মোড়। আইনি টানাপোড়েনের পর আজ, সোমবার কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) গঠিত বৃহত্তর বেঞ্চে (Larger Bench) এই জামিন (Bail) মামলার শুনানি। কিন্তু তার আগেই রবিবার মধ্যরাতে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ কেন্দ্রীয় সিবিআই (CBI)। বৃহত্তর বেঞ্চ গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ করে অনলাইনে মমলা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, বৃহত্তর বেঞ্চের শুনানি স্থগিত রাখার আবেদন নিয়েই শীর্ষ আদালতের সিবিআই।

Renaissance Township

 

ফলে কলকাতা হাইকোর্টে ৫ বিচারপতি নিয়ে গঠিত বৃহত্তর বেঞ্চে চার নেতা-মন্ত্রীর জামিন মামলার জন্য যে শুনানি হওয়ার কথা ছিল তার বিরুদ্ধেই শীর্ষ আদালতে স্থগিতাদেশের আবেদন করেছে সিবিআই। সুতরাং, এদিন সকাল ১১ টায় বৃহত্তর বেঞ্চে শুনানি স্থগিত হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। তারপরে আজকেই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে পারে।

Previous articleনারদা কাণ্ড: এবার কোমর বাঁধছে ইডি, আজই দিতে পারে চার্জশিট
Next articleনবান্নে আজ মন্ত্রিসভার তৃতীয় বৈঠক, যশ চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুতি তুঙ্গে