নবান্নে আজ মন্ত্রিসভার তৃতীয় বৈঠক, যশ চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুতি তুঙ্গে

একদিকে করোনার প্রবাহে নাজেহাল দশা, অন্যদিকে বিপদ ঘন্টা বাজিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ(Yass)। এই দুইয়ের জোড়া ফলা সামাল দেওয়াই এখন মমতা সরকারের আছে অন্যতম চ্যালেঞ্জ। আর সেই লক্ষ্যেই সোমবার দুপুর তিনটে নাগাদ নবান্নে বৈঠকে বসছে রাজ্য মন্ত্রিসভা। মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) তৃতীয় দফার মুখ্যমন্ত্রীত্বে আজ তৃতীয় মন্ত্রিসভার বৈঠক। এ বৈঠকে ১০ থেকে ১২ জন মন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ রায়, পুলক রায়, সুজিত বসু প্রমুখ। তবে ফিরহাদ হাকিম বাড়ি থেকে বৈঠকে অংশগ্রহণ করবেন কি না, জানা যায়নি। যদিও তিনি বাড়ি থেকে ভার্চুয়াল মাধ্যমে কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে করোনা ও ঘূর্ণিঝড় নিয়ে দু’দফা বৈঠক করেছেন। ঘূর্ণিঝড় যশ নিয়ে রাজ্য সরকার যে সবরকম প্রস্তুতি নিয়েছে, আজকের মন্ত্রিসভার বৈঠকে সে সম্পর্কে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:নারদা মামলায় নাটকীয় মোড়, মধ্যরাতে বৃহত্তর বেঞ্চের শুনানিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সিবিআই

প্রসঙ্গত, গত সোমবার মন্ত্রিসভার বৈঠক হয়েছিল নিজাম প্যালেস থেকেই। সেখানে টেলিকনফারেন্সের মাধ্যমে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধান পরিষদ সহ তিনটি প্রস্তাব পাশ হয়েছিল সেদিন। আজ বৈঠকে ঘূর্ণিঝড় ছাড়া অন্য কোনও বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন কি না, সেটাই দেখার। এদিকে ঘূর্ণিঝড়ের জন্য মুখ্যমন্ত্রী মঙ্গল ও বুধবার নবান্নে থাকবেন বলে ঠিক করেছেন। গত বছরের মতো, তাই নবান্ন ছাড়া উপান্ন ভবনও প্রস্তুত রাখা হয়েছে। দোতলা ভবনে একটি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। যেখান থেকে ঘূর্ণিঝড়ের গতিবিধির উপর নজর রাখবেন মুখ্যমন্ত্রী।

Advt

Previous articleনারদায় নাটকীয় মোড়, মধ্যরাতে বৃহত্তর বেঞ্চের শুনানিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সিবিআই
Next articleনারদ মামলা: বিশেষ বেঞ্চ গঠনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে CBI