Wednesday, November 12, 2025

পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব (chief secretary) পদে মেয়াদ বাড়ল আলাপন বন্দ্যোপাধ্যায়ের (Alapan Bandopadhyay)। রাজ্য সরকারের দাবি মেনে তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত নিল কেন্দ্র (Central Govt)। এর ফলে আরও তিন মাস তিনি রাজ্যের মুখ্যসচিব পদে বহাল থাকবেন। আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনের একাধিক দফতরে কাজ করেছেন। চলতি মাসেই তাঁর মুখ্যসচিব পদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে বর্তমান করোনা (Corona) পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসনিক কাজের সুবিধার্থে তাঁর দায়িত্বভার আরও তিন মাস বৃদ্ধির আবেদন জানিয়ে রাজ্য সরকার এর আগে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছিল। যুক্তি ছিল, অভিজ্ঞ প্রশাসনিক আধিকারিক থাকলে সব ধরণের কাজ করতে সুবিধে হয়। আগেও এমন ক্ষেত্রে বিভিন্ন আধিকারিকের কর্মজীবনের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র। এবারও রাজ্যের কথা শুনে কেন্দ্র আলাপন বন্দ্যোপাধ্যায়ের চাকরির মেয়াদ তিন মাস বৃদ্ধি করল। কলকাতা পুরসভার কমিশনার, পুর, পরিবহণ, শিল্প, স্বরাষ্ট্র সহ বিভিন্ন দফতরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের।

প্রসঙ্গত, গত বছর অক্টোবরে রাজ্যের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এর আগে স্বরাষ্ট্রসচিব ছিলেন তিনি। আগামী ৩১ মে পর্যন্ত তাঁর কার্যকাল ছিল। আরও ৩ মাস তাঁর মেয়াদ বৃদ্ধি হওয়ায় আগস্ট পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলাবেন। এই মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমফান ও কোভিডের সময় কাজ করেছেন আলাপন। তাঁর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধিতে আমরা খুশি।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version