৫১ হাজার পেরিয়ে আরও ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৩৭৯ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৫১,০১৭.৫২ (⬆️ ০.৭৫%)

🔹নিফটি ১৫,৩০১.৪৫ (⬆️ ০.৬১%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। যদিও করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্রমাগত ধাক্কা খেতে থাকে শেয়ারবাজারের সুখের সময়। সে ধাক্কা সামলে এদিন ফের ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। বুধবার আবারও বড়সড় উত্থান ঘটল দেশের শেয়ারবাজারে। ৩৭৯ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ৯৩ পয়েন্ট।

বুধবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় দেশে বাড়তে থাকা করোনা পরিস্থিতির মাঝেও ৩৭৯ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩৭৯.৯৯ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫১,০১৭.৫২। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বুধবার নিফটি ৯৩.০০ পয়েন্ট বা ০.৬১ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৫,৩০১.৪৫।

Advt

Previous articleফের শুক্রবার শপথগ্রহণ, এবার ২ মন্ত্রী-সহ ১২ বিধায়ক
Next articleরাজ্যে কমল দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল সুস্থতার হারও