রাজ্যে কমল দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল সুস্থতার হারও

বাংলায় করোনা স্বস্তি। উল্লেখযোগ্য ভাবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে কমল করোনা আক্রান্তের সংখ্যা। তবে স্বস্তি দিয়ে আক্রান্তের সংখ্যা কমলেও উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। আক্রান্তের সংখ্যা কমলেও করোনা বিগত ২৪ ঘণ্টায় করোনার বলি ১৫৩ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু ১৪, ৮২৭ জন।

বুধবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে কমেছে করোনা সংক্রমণ। গত কয়েকদিন ধরেই লাগাতার নিম্নমুখী রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। বুধবারের রিপোর্ট বলছে একদিনে মোট আক্রান্ত হয়েছএন ১৬,২২৫ জন। মঙ্গলবার এই সংখ্যাটি ছিল ১৭, ০০৫ জন। এদিকে গত একদিনে করোনামুক্ত হয়ে উঠেছেন ১৯ হাজার ০৭১ জন। বেড়েছে সুস্থতার হারও। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৮৯.৫২ শতাংশ।

রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৩৭৭ জন। সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪২৭ জন। কলকাতায় কোভিড আক্রান্তের সংখ্যা গত ১ দিনে ২ হাজার ৩৭৮ জন, মৃত্যু হয়েছে ৩০ জনের। বহুদিন বাদে কলকাতাতেও দৈনিক আক্রান্তের পরিসংখ্যান নামল আড়াই হাজারের নীচে।

আরও পড়ুন- ফের শুক্রবার শপথগ্রহণ, এবার ২ মন্ত্রী-সহ ১২ বিধায়ক

Advt