কলকাতা ও আশপাশের অঞ্চলে পকেট টর্নেডোর আশঙ্কা। সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত মহানগরবাসীকে বাড়ি থেকে না বেরোতে আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)।

অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস (Yaas) আছড়ে পড়ার কারণে মঙ্গলবার রাত থেকেই নবান্নের (Nabanno) কন্ট্রোল রুমে (Control Room) রয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার নির্দিষ্ট সময়ের আগেই ঘূর্ণিঝড় ল্যান্ডফল হওয়ার পরে সাংবাদিক বৈঠক করেন মমতা। এরপরই মুখ্যমন্ত্রী অফিস সূত্রে জানানো হয়, ঘূর্ণিঝড়ের কারণে কলকাতা (Kolkata)-সহ আশপাশের এলাকায় মিনি টর্নেডো হতে পারে। এই কারণে বারোটা পর্যন্ত শহরবাসীকে বাইরে না বেরোনোর আবেদন জানান মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার, বিকেলে আচমকাই মিনি টর্নেডো দেখা যায় ব্যান্ডেল ও হালিশহর এলাকায়। আবহাওয়াবিদদের মতে, প্রবল ঘূর্ণিঝড়ের আগে এই ধরনের টর্নেডো হতে পারে। সেই কারণেই সতর্ক বার্তা দিয়েছেন মমতা।
