হাইকোর্টের ৫ বিচারপতির বেঞ্চে বৃহস্পতিবারই নারদ-মামলার শুনানি

হাইকোর্টের ৫ বিচারপতির বিশেষ বেঞ্চে আগামীকাল, বৃহস্পতিবারই হবে নারদ-মামলার শুনানি ৷

বুধবার রাতে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল প্রসেনজিৎ বিশ্বাস এক বিজ্ঞপ্তি জারি করে জানান, যেহেতু ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাব কলকাতায় ততখানি পড়েনি এবং রাজ্য সরকার হাইকোর্টের কর্মীদের আসার জন্য পরিবহণের ব্যবস্থা করেছে, সে কারণেই বৃহস্পতিবার হাইকোর্টের স্বাভাবিক কাজকর্ম চালু থাকবে৷ এর আগে, মঙ্গলবার হাইকোর্ট জানিয়েছিলো ‘ইয়াস’- কারনে ২৬ এবং ২৭ মে কলকাতার পরিস্থিতি স্বাভাবিক না থাকার আশঙ্কা রয়েছে৷ সে কারনে ওই দু’দিন হাইকোর্টে কোনও শুনানি বা ভার্চুয়াল শুনানি হবে না৷ বুধবার রাতে এই সিদ্ধান্ত থেকে সরে এসে হাইকোর্ট জানিয়েছে, বৃহস্পতিবার আদালতের কাজকর্ম স্বাভাবিকভাবেই চালু থাকবে৷

পাশাপাশি রাতেই হাইকোর্টের বৃহস্পতিবারের শুনানির জন্য যে ‘Cause List’ প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে, এদিন বেলা ১১টায় পাঁচ বিচারপতির বিশেষ এজলাসে নারদ মামলার শুনানি শুরু হবে৷

প্রসঙ্গত, গত সোমবার ৫ বিচারপতির এজলাসে নারদ মামলায় গৃহবন্দি থাকা রাজ্যের চার মন্ত্রী-নেতার জামিনের আবেদনের শুনানি শুরু হয়৷ CBI প্রথমেই আদালতে শুনানি স্থগিতের আর্জি জানিয়ে বলে, তাঁরা সুপ্রিম কোর্টে আবেদন পেশ করেছি৷ শীর্ষ আদালতে শুনানি শেষ না হওয়া ফর্যন্ত হাইকোর্টের শুনানি স্থগিত রাখা হোক৷ পাঁচ বিচারপতির বেঞ্চ CBI-এর এই আর্জি খারিজ করে শুনানি চালায়৷ মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে পারবেন না বলে বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য হয়৷
ওদিকে মঙ্গলবারই শীর্শ আদালতে CBI-এর পেশ করা আর্জির ভিত্তিতে সুপ্রিম কোর্টে নারদ মামলার শুনানি হয় অবকাশকালীন বেঞ্চে৷ কিন্তু দুই বিচারপতির প্রশ্নবাণের মুখে CBI খেই হারিয়ে ফেলে৷ এবং মামলা প্রত্যাহার করে নেয়৷ শীর্ষ আদালত নারদ-মামলা হাইকোর্টেই শুনানির জন্য ফেরত পাঠায়৷

আরও পড়ুন- ফের শুক্রবার শপথগ্রহণ, এবার ২ মন্ত্রী-সহ ১২ বিধায়ক

বৃহস্পতিবার পরিবেশ, পরিস্থিতি ঠিকঠাক থাকলে এবং ভার্চুয়াল শুনানির পরিকাঠামো সচল থাকলে, নারদ- মামলারই শুনানি হতে চলেছে হাইকোর্টের ৫ বিচারপতির বিশেষ বেঞ্চে৷ এই মামলার রায়ের উপরই নির্ভর করছে চার নেতা-মন্ত্রীর জামিনে মুক্তির বিষয়টি৷ বৃহস্পতিবার যদি রায় ঘোষণা না হয়, তাহলে ফের বৃদ্ধি পাবে চার নেতা-মন্ত্রীর গৃহবন্দি থাকার মেয়াদ৷

আরও পড়ুন- কাশ্মীরের ছকে বাংলাকে ৩ খন্ড করার ষড়যন্ত্র, বিস্ফোরক দাবি হিন্দি দৈনিকের

Advt

Previous articleভাঙল শতাধিক বাঁধ, সংস্কারের টাকায় কী করেছেন ২ প্রাক্তন সেচমন্ত্রী রাজীব, শুভেন্দু?
Next articleসুন্দরবনে বাঘের আতঙ্ক, বেরিয়ে আসছে বিষধর গোখরো-কেউটে! রাতভর পাহারায় বন দফতর