Thursday, December 25, 2025

নির্ধারিত সময়ের অনেক আগেই বালেশ্বরের দক্ষিণ উপকূলে আছড়ে পড়ল সুপার সাইক্লোন ইয়াস

Date:

Share post:

নির্ধারিত সময়ের অনেক আগেই (landfall) স্থলভূমিতে আছড়ে পড়ল সুপার সাইক্লোন ইয়াস (super cycle yaas)। বালেশ্বরের দক্ষিণ উপকূলে আছড়ে পড়ল সুপার সাইক্লোন। মৌসম ভবন (Mausam bhawan) ও আলিপুর আবহাওয়া দফতরের(Alipur weather office) পূর্বাভাস ছিল ল্যান্ডফলের সময় সকাল দশটা। আবহাওয়াবিদদের আশঙ্কা সত্যি করে তা আছড়ে পড়ল প্রায় ৪৫ মিনিট আগে ৯ টা ১৫ মিনিটে। যদিও মৌসম ভবন জানিয়েছে ল্যান্ডফলের প্রক্রিয়া সবেমাত্র শুরু হয়েছে। সুপার সাইক্লোন এর মাথার একেবারে গোড়ার অংশ সবে ঢুকেছে। এরপর ধীরে ধীরে সাইক্লোন আই অর্থাৎ চোখ প্রবেশ করবে। এই সাইক্লোন আই হল প্রধান অংশ এবং সব থেকে শক্তিশালী । তারও পরে ধীরে ধীরে সাইক্লোনের লেজ প্রবেশ করবে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় ৩ থেকে সাড়ে ৩ ঘন্টা সময় লাগবে।

ইতিমধ্যেই বালেশ্বর এবং ধামরায় প্রকৃতির তাণ্ডব শুরু হয়ে গিয়েছে । ঘণ্টায় ১৫৫ কিমি বেগে বইছে হাওয়া। সমুদ্রে প্রায় ৩৫ থেকে ৪০ ফুট আছড়ে পড়ছে। ইয়াসের দাপটে সাগরের রুদ্র রূপ সাংঘাতিক আকার ধারণ করেছে। আজ পূর্ণিমা এবং ভরা কোটালও। ফলে জলোচ্ছ্বাস আরও তীব্র আকার নেবে। তীব্র ঘূর্ণিঝড়ের মাঝখানে আই ও সামনের দিকে আউটার ওয়াল থাকে। আউটার ওয়ালের সামনের অংশটা স্থলভাগে ঢুকতে শুরু করেছে। ধামরা থেকে বালেশ্বরের মাঝামাঝি জায়গায় ‘আউটার ওয়াল’ আছড়ে পড়তে শুরু করেছে।

সেই সঙ্গে প্রবল জলোচ্ছাস দিঘাতেও। সমুদ্র হয়ে উঠেছে উত্তাল। গার্ডওয়াল টপকে সমুদ্রের জল ঢুকে পড়ছে ভেতরে। বড় বড় গাছ উপড়ে গেছে । ভেঙে পড়েছে প্রচুর বাড়িঘর হোটেল। প্রবল জলোচ্ছাসে প্লাবিত হলদিয়ার হলদি নদীও । ঘূর্ণিঝড় আঘাত করছে পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকাগুলি ও সুন্দরবনেও। ভরা কোটালের জেরে এখানে ৮০-১০০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে। ঘূর্ণিঝড়, সঙ্গে বুদ্ধপূর্ণিমা-ব্লাড মুন, তার ওপর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ-ত্রহ্য স্পর্শে আজকে প্রকৃতির শক্তি প্রদর্শনের দিন।

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...