ইয়াস-তাণ্ডবে জেরবার ওড়িশা থেকে পশ্চিমবঙ্গ, দিন শেষে রইল বেশ কিছু ছবি

সমুদ্রের জলোচ্ছ্বাস কিছুটা কমলেও ঝোড়ো হাওয়ায় শুধুই ঝড়ের ভয়ঙ্কর গোঙানির শব্দ! আতঙ্কিত এলাকার মানুষ।

ইয়াসের প্রভাব যে এত দীর্ঘস্থায়ী হবে তা বোধহয় কল্পনাও করতে পারেনি দিঘার স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পুলিশ প্রশাসন কেউই।

ইয়াসের প্রভাব থেকে এখনো মুক্ত হতে পারল না পূর্ব মেদিনীপুরের দিঘা। বিকেল পাঁচটা বাজে, এখনও প্রায় ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টিতে ভাসছে দিঘা।

ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ার ৫ ঘণ্টা পরেও দিঘার পরিস্থিতি মোটেই সুবিধার নয়।

স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস-এর। ধীরে ধীরে শক্তি হারাচ্ছে ইয়াস।যদিও ইয়াস-এর প্রভাবে বুধবার রাতেও পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়বৃষ্টি হবে বলেই জানিয়েছে মৌসম ভবন।

দিঘা সৈকতাবাসের সামনে এই মুহূর্তে প্রবল জলোচ্ছাস

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড বাঙালির প্রিয় দিঘা৷

ইয়াস তাণ্ডব চালাচ্ছে ক্যানিংয়ে।

শ্যামপুরের ছবি।

ঝড়ের জেরে ভেঙে পড়েছে বাড়ি।

দক্ষিণ ২৪ পরগণায় উদ্ধারের কাজে এনডিআরএফ।

গঙ্গায় উপচে পড়ছে জল।

বেলুড় মঠের ভিতরে ঢুকে গিয়েছে গঙ্গার জল।

গঙ্গার জল ঢুকে বেলুড় মঠের সামনের পরিস্থিতি।

বেলুড় মঠ।

বালেশ্বরে ইয়াসের ল্যান্ডফলে পরে।

বালেশ্বরের একটি গ্রামে হাওয়ার দাপটে ভেঙে পড়েছে ল্যাম্প পোস্ট।

বালেশ্বরের গ্রামে ইয়াসের দাপটে রাস্তার ওপর ভেঙে পড়েছে গাছ।

ইয়াসের তাণ্ডবের পরে বালেশ্বর এবং ভদ্রকের মাঝের এলাকায় মানুষের কোমর সমান জল।

ভদ্রকের রাস্তার ওপর ভেঙে পড়েছে গাছ।

 

 

 

 

 

Advt

 

Previous articleপ্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও রাজ্যের হাসপাতালগুলিতে বিদ্যুৎ পরিষেবা বজায় রয়েছে
Next articleচিন্তা বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস,দেশে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছুঁইছুঁই