শক্তি হারিয়ে সুপার সাইক্লোন ইয়াস এখন গভীর নিম্নচাপ, কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস

শক্তি হারাচ্ছে ইয়াস। সুপার সাইক্লোন থেকে ইয়াস ( super cyclone yaas)এখন গভীর নিম্নচাপে পরিণত। মৌসম ভবনের (Mausam bhawan) সর্বশেষ বুলেটিন অনুযায়ী, সুপার সাইক্লোন এখন এখন উত্তর ওড়িশা (Odisha) উপকূল অতিক্রম করে ঝাড়খণ্ডের (Jharkhand) দিকে চলে গিয়েছে। ঝোড়ো হাওয়ার সেই দাপট এখন আর নেই। তবে ইয়াসের প্রভাবে ঝাড়খন্ড এবং বিহারে মুষলধারে বৃষ্টি হবে। আর ঝাড়খন্ড – বিহার লাগোয়া বাংলার পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বৃষ্টি হবে । বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে পশ্চিম মেদনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া পুরুলিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর (allipore weather report) জানিয়েছে কলকাতাতেও বৃষ্টি হবে। সারাদিন আকাশ মেঘলা থাকবে। কয়েকটি জায়গায় বজ্র বিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে হাওড়া, হুগলি, দুই ২৪পরগনা ও নদিয়াতেও। বজ্র বিদুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকেঅতি ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ডেও।

Previous article“আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে”
Next articleসুপ্রিম কোর্ট ঘুরে আসা নারদ-মামলার শুনানি আজ ফের হাইকোর্টেই