Thursday, August 28, 2025

পুরুলিয়ায় বিজেপির চক্রান্তের বিরুদ্ধে পুলিশে অভিযোগ তৃণমূলের

Date:

দুর্যোগের সময় ‘নোংরা’ রাজনৈতিক চক্রান্ত করে মানুষকে বিপদে ফেলার অভিযোগে বিজেপির পুরুলিয়া জেলা নেতৃত্বের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন পুরুলিয়া জেলা তৃণমূলের (Tmc) সাধারণ সম্পাদক হাজারী বাউরী (Hajari Bauri)। জ্যোতির্ময় সিং মাহাতো, বিদ্যাসাগর চক্রবর্তী, বিবেক রাঙ্গা-সহ ৬ বিজেপি নেতার বিরুদ্ধে রঘুনাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হাজারী বাউরী লিখিত অভিযোগে জানান, মানুষের জীবনকে বিপদের মধ্যে ফেলা এবং অশান্তি সৃষ্টি করার অভিযোগে অতিমারি ও বিপর্যয় আইনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

ঘটনার সূত্রপাত বুধবার সকালে। ঘূর্ণিঝড় ইয়াস (Yaas) সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যাদের প্রয়োজন তাদের ত্রাণ শিবিরে রাখার ব্যবস্থা করা হচ্ছিল। কিন্তু এই দুর্যোগের দিনেও পুরুলিয়ার জেলা বিজেপি (Bjp) নেতৃত্ব উদ্ধারকাজ কাজ বন্ধ করতে এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা চালিয়েছে। তার প্রমাণ মেলে তাদেরই হোয়াটসঅ্যাপ (Whatsapp)-এর কোর গ্রুপ থেকে।

বুধবার, সকাল থেকেই পুরুলিয়ায় ভুয়ো খবর চাউর করেছিল বিজেপি। কথোপকথনে দেখা যাচ্ছে সরকারি রিলিফ সেন্টারে ইচ্ছে করে বেশি লোক ঢুকিয়ে দেওয়ার ‘চক্রান্ত’ করেছিলেন জেলা বিজেপি নেতৃত্ব। তাঁরা প্রমাণ করতে চেয়েছিলেন যে সরকারি ত্রাণ শিবিরগুলিতে কোভিড (Covid) বিধি মানা হচ্ছে না। শারীরিক দূরত্ব বৃদ্ধি না মনায় করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে এই নিয়ে নেতৃত্বের মধ্যেই মতবিরোধ ছিল। কিন্তু তারপরেও দলের উপরতলার নির্দেশ মেনে সেই কাজ করার চেষ্টা করেছেন নিচু তলার নেতা-কর্মীরা। যদিও এই হোয়াটসঅ্যাপ চ্যাটের বিষয় কোনও মন্তব্য করতে চাননি বিজেপি নেতৃত্ব।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সঙ্গে রাজ্য প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবিলা করেছে। সরকারি প্রস্তুতি এবং কাজের প্রশংসা করেছেন বিজেপি (Bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh)। স্বয়ং মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিকদের জানিয়েছেন, দুর্যোগের সময় কোন কেন্দ্র-রাজ্য সংঘাত নয়। সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করছে। সেখানে পুরুলিয়ার বিজেপি নেতৃত্বের এই চক্রান্তের তুমুল সমালোচনা করেছে সব মহল। এর বিরুদ্ধেই এবার রঘুনাথপুর থানায় অভিযোগ দায়ের করল পুরুলিয়া জেলা তৃণমূল।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version