দুর্যোগের দিনেও বিজেপির কোর কমিটির চক্রান্ত: প্রকাশ্যে নেতাদের হোয়াটসঅ্যাপ চ্যাট!

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সঙ্গে রাজ্য প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবিলা করেছে। সরকারি প্রস্তুতি এবং কাজের প্রশংসা করেছেন বিজেপি (Bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh)। কিন্তু এই দুর্যোগের দিনেও পুরুলিয়ার জেলা বিজেপি নেতৃত্ব উদ্ধারকাজ কাজ বন্ধ করতে এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা চালিয়েছে। তার প্রমাণ মিলল তাদেরই হোয়াটসঅ্যাপ (Whatsapp)-এর কোর গ্রুপ থেকে।

আরও পড়ুন- হাইকোর্টের ৫ বিচারপতির বেঞ্চে বৃহস্পতিবারই নারদ-মামলার শুনানি

বুধবার, সকাল থেকেই পুরুলিয়ায় এই রকম বিষয় চাউর করেছিল বিজেপি। কথোপকথনে দেখা যাচ্ছে সরকারি রিলিফ সেন্টারে ইচ্ছে করে বেশি লোক ঢুকিয়ে দেওয়ার ‘ চক্রান্ত করেছিলেন জেলা বিজেপি নেতৃত্ব। তাঁরা প্রমাণ করতে চেয়েছিলেন যে সরকারি ত্রাণ শিবিরগুলিতে কোভিড (Covid) বিধি মানা হচ্ছে না। শারীরিক দূরত্ব বৃদ্ধি না মনায় করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে এই নিয়ে নেতৃত্বের মধ্যেই মতবিরোধ ছিল। কিন্তু তারপরেও দলের উপরতলার নির্দেশ মেনে সেই কাজ করার চেষ্টা করেছেন নিচু তলার নেতাকর্মীরা। যদিও এই হোয়াটসঅ্যাপ চ্যাটের বিষয় কোনও মন্তব্য করতে চাননি বিজেপি নেতৃত্ব। তবে যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিকদের জানিয়েছেন, দুর্যোগের সময় কোন কেন্দ্র-রাজ্য মতবিরোধ নয় সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে, সেখানে পুরুলিয়ার বিজেপি নেতৃত্বের এই চক্রান্তের তুমুল সমালোচনা করেছে সব মহল।

আরও পড়ুন- সুন্দরবনে বাঘের আতঙ্ক, বেরিয়ে আসছে বিষধর গোখরো-কেউটে! রাতভর পাহারায় বন দফতর

Advt