Sunday, August 24, 2025

সিবিআই সেজে তোলাবাজি: অভিষেকের হেফাজত থেকে সোনা, টাকা উদ্ধার, গ্রেফতার ১১

Date:

সিবিআই সেজে তোলাবাজি কাণ্ডে আরও এক গ্রেফতার। বৃহস্পতিবারই পুলিশের জালে সৈকত চ্যাটার্জি নামে এক গাড়ির চালককে গ্রেফতার করে কোর্টে তোলা হয়। সব মিলিয়ে তোলাবাজিকাণ্ডে গ্রেফতার সংখ্যা দাঁড়াল ১১।

অন্যদিকে কালকের মধ্যেই সাংবাদিক অভিষেক সেনগুপ্তকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। গতকাল গ্রেফতারের পর তার হেফাজত থেকে বেশ কিছু সোনা আর নগদ অর্থ মিলেছে বলে একটি সূত্রে খবর। কলকাতায় এনে জেরার পরে এই বিশাল গ্যাং তৈরির আসল চিত্র সামনে চলে আসবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার কসবার ব্যবসায়ী অজিত রায়কে সিবিআই জেরা করবে বলে জোর করে তুলে আনে অভিষেক ও তার সঙ্গীরা। নিজাম প্যালেসের নিচে ওই ব্যবসায়ীকে বসিয়ে রাখে। অভিযোগ, সিবিআই সেজে অভিষেক ওই ব্যবসায়ীর সঙ্গে দেখা করে এবং মামলা সালটাতে ২কোটি টাকা দাবি করে। শেষ পর্যন্ত রফা হয় ১৫ লক্ষ টাকায়। টাকা দেওয়ার পর ব্যবসায়ীর সন্দেহ হলে কসবা থানায় অভিযোগ জানান ব্যবসায়ীর স্ত্রী। মঙ্গলবারই অভিযান চালিয়ে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার আরও ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। এরা হলো অনির্বাণ কাঞ্জিলাল (৪৩) , অর্ঘ্য সেনগুপ্ত (৪১), রাজু মণ্ডল (৪৫), জুলফিকার আলি (৩৪), আসরাফ আলি (৪০)। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়িতে অভিষেক সেনগুপ্ত (২৯) ও স্বরূপ ঘোষকে গ্রেফতার করে ২৯ মে অবধি ট্রানজিট রিমান্ডে নেয় পুলিশ। পাশাপাশি বুধবার সন্ধ্যাতেই সিবিআই একটি মেল করে কলকাতার পুলিশ কমিশনারকে। চিঠিতে বলা হয়, সিবিআই সেজে একটি গ্যাং তোলা তুলছে। অন্যদিকে রিপাবলিক বাংলা চ্যানেলও নোটিশ দিয়ে ও ট্যুইট করে সাংবাদিক অভিষেকের সঙ্গে সম্পর্কচ্ছেদ করে। তারা জানায়, সাংবাদিকের কোনওরকম অনৈতিক কাজে তাদের সমর্থন নেই। প্রবেশনে থাকা অভিষককে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন- রাখে হরি মারে কে! দেহ সৎকারের মুহূর্তে হঠাৎ ‘বেঁচে’ উঠলেন সত্তরোর্ধ্ব পুষ্পা দেবী


Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version