২৪x৭ কোভিড হেল্পডেস্ক এবং অ্যাম্বুলেন্স চালু করল বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটি

করোনা আক্রান্তদের (coronavirus affected)পাশে দাঁড়াতে এক অভিনব উদ্যোগ নিল বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটি। মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে একটি কোভিড হেল্পডেস্ক (24×7 help desk)চালু হলl ৬২৯৬২২২৬৭১ এই নম্বরে ফোন করলে বিশেষ কিছু পরিষেবা পাওয়া যাবে। কী কী পরিষেবা মিলবে? সংগঠনের পক্ষ থেকে প্রদীপ্তা চক্রবর্তী জানালেন, এই হেল্পলাইন নম্বরটিতে ফোন করলে করোনা আক্রান্তের (CCU ambulance with oxygen cylinder)বাড়িতে সিসিইউ অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে। অ্যাম্বুলেন্সে রয়েছে অক্সিজেন সিলিন্ডার। এই অ্যাম্বুলেন্সে করে সংশ্লিষ্ট রোগীকে প্রয়োজন অনুযায়ী সেফহোম বা হাসপাতাল বা নার্সিংহোমে পৌঁছে দেওয়া হবে। এছাড়া এই সংগঠনের সংগ্রহে বেশ কয়েকটি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। যাদের প্রয়োজন তারা তা চেয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। এছাড়াও এই সংগঠনের তরফ থেকে সংশ্লিষ্ট কোভিড আক্রান্ত পরিবারকে বিনামুল্যে খাদ্য সামগ্রী এবং খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। যাদের যেমন প্রয়োজন সেই অনুযায়ী খাদ্য সামগ্রী কিংবা রান্না করা ঘরোয়া খাবার বাড়িতে পৌছে দিয়ে আসা হবে। শুধু তাই নয় করোনা আক্রান্তের বাড়িতে এই সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনে স্যানিটাইজেশনও করিয়ে দেওয়া হবে। এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বালুরঘাটবাসী। শুক্রবার ২৪x৭ এই কোভিড হেল্প ডেস্কের শুভ উদ্বোধন হল। উদ্বোধনে ছিলেন শংকর চক্রবর্তী , সহ সভাপতি, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটি। ছিলেন গৌতম দাস, সভাপতি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কমিটি, সুভাষ চাকি, কো অর্ডিনেটর দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কমিটি এবং শ্যামল লাহা, সভাপতি বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটি।

Pp

Previous articleহাইকোর্টের বিচারপতিরা হাসির খোরাক হচ্ছেন’, বিস্ফোরক চিঠি বিচারপতির
Next articleক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, মোদির হাতে ক্ষতির খতিয়ান দিয়ে বললেন, ‘দেখে নেবেন’