ব্যাঙ্কিং বিধি ভঙ্গের অভিযোগে এইচডিএফসি ব্যাঙ্ককে ১০ কোটি টাকা জরিমানা করল আরবিআই

ব্যাঙ্কিং বিধি ভঙ্গের (violation of banking rules and regulations) অভিযোগে এইচডিএফসি (HDFC Bank) ব্যাঙ্ককে ১০ কোটি টাকা( rupees 10 crore fine) জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(Reserve bank of india)। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, মাস খানেক ধরেই এইচডিএফসি ব্যাঙ্ক সম্পর্কে নানা অভিযোগ আসছিল। বিশেষ করে অটো লোন পোর্টফোলিও নিয়ে কয়েকটি গুরুতর অভিযোগ উঠে এসেছে। তদন্ত করতে নেমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানতে পারে ব্যাঙ্কিং আইনের ১৯৪৯-এর কিছু বিধান লঙ্ঘন করেছে এইচডিএফসি ব্যাঙ্ক। এরপরই ১০ কোটি টাকা জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে নিয়ম বহির্ভূত কাজের দায় শাস্তি পেতে চলেছে এইচডিএফসি ব্যাঙ্ক। শাস্তির কথা উল্লেখ করে এইচডিএফসি ব্যাঙ্ককে নোটিসও পাঠিয়ে দিয়েছে আর বি আই। এইচডিএফসি ব্যাঙ্কের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে আরবিআই।

Pp

Previous articleনরম-গরমে কেন্দ্রের কাছে আলাপনের বদলির নির্দেশ ফেরানোর আবেদন মুখ্যমন্ত্রীর
Next articleমহারাষ্ট্রে একটি আবাসনে পরপর পাঁচটি ফ্ল্যাটের মেঝে ভেঙে পড়ে হত ৭, আহত বেশ কয়েকজন