কমছে সংক্রমণ, টিকা কারণে এক নম্বরে বাংলা: মুখ্যমন্ত্রী

কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহেই আশার খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। জানালেন রাজ্যে বিধিনিষেধের জেরে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। শনিবার, নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক করে মমতা জানান, রাজ্যের করোনার (Corona) পজিটিভিটি রেট গত কয়েকদিনে ৩৩ শতাংশ থেকে কমে ১৮-১৯ শতাংশ হয়েছে।

কোভিডের (Covid) দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ রুখতে ১৬ মে থেকে রাজ্যে জারি একাধিক বিধিনিষেধ। যা কার্যকর থাকবে ১৫ জুন পর্যন্ত। আর এই বিধিনিষেধের কারণেই সংক্রমণ যে অনেকটাই কমেছে বলে জানান মুখ্যমন্ত্রী। এর জন্য রাজ্যবাসীকে অসংখ্য ধন্যবাদ জানান তিনি। বলেন, “আমি মনে করি আরও ১৫দিন যদি এই বিধিনিষেধগুলি মানতে পারি, তাহলে আরও ভাল হবে”। করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুর পর দশমিক ৫৬ শতাংশ; প্রথম ঢেউয়ের তুলনায় অনেকটাই কম।

করোনার টিকাকরণে (Vacination) বাংলা এক নম্বর বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত রাজ্যের ১.৪ কোটি লোককে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সুপার স্প্রেডারদের বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ফের কেন্দ্রকে তিন কোটি ভ্যাকসিন দেওয়ার জন্য আবেদনও জানান মুখ্যমন্ত্রী।

Pp

 

Previous articleমুম্বইতে সেঞ্চুরি হাঁকাল পেট্রোল, কলকাতাতেও দাম আকাশছোঁয়া
Next articleবিষমদ খেয়ে উওরপ্রদেশে মৃত ২২, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ২৮