সিআরপিএফের (Crpf) ডিজেকে এনআইএর (Nia) অতিরিক্ত দায়িত্ব দিল স্বরাষ্ট্রমন্ত্রক। শনিবার, নর্থ ব্লকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এনআইএর বর্তমান ডিজি (Dg) 1984 ব্যাচের আইপিএস (Ips) ওয়াইসি মোদির (Yc Modi) জায়গায় সিআরপিএফ-এর বর্তমান ডিজি কুলদীপ সিংকে (Kuldiep Singh) অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই জায়গায় অন্য কাউকে নিয়োগ না করা পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ পর্যন্ত এনআইএর দায়িত্ব সামলাবেন কুলদীপ। 1986 ব্যাচের আইপিএস কুলদীপ সিং সিআরপিএফের দায়িত্বে ছিলেন।
