মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ঢুকছে বর্ষা

মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা । তারপরেই দেশের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করছে। যদিও ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করেছে। এবার একদিন আগেই কেরলে বর্ষা প্রবেশ করতে চলেছে। সাধারণত বাংলায় বর্ষা ঢোকে ৮ জুন।
শনিবার আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় প্রায় সব জেলারই কোনও না কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। তবে পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে। আগামী তিনদিন দিনের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে

আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে।

Pp

Advt

Previous articleবাংলার স্বার্থে আপনার পা ধরতেও রাজি, নোংরা খেলা খেলবেন না: মোদিকে মমতা
Next articleকরোনার দ্বিতীয় ঢেউ সামলাতে বলি দেশের মোট সাড়ে পাঁচশো চিকিৎসক, জানালো আইএমএ