ভালো আছেন বুদ্ধদেব, আনা হয়েছে ভেন্টিলেশনের বাইরে

প্রবল উৎকণ্ঠার মধ্যে স্বস্তির খবর। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর থেকে টানা পাঁচদিন চিকিৎসার পর অবশেষে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Ex CM) বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadev Bhattacharya) ভেন্টিলেশনের বাইরে আনা গেল। গতকাল, শনিবার রাতে তাঁর চিকিৎসকদের সূত্রে এই খবর জানা গিয়েছে।

বেসরকারি হাসপাতালে ভর্তির পর থেকেই বুদ্ধবাবু নন ইনভেসিভ বাইপ্যাপ ভেন্টিলেশনে (IBV) ছিলেন। তাঁর মেডিকেল টিমের সদস্য বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার সরোজ মন্ডল (Saroj Mondal) বলেন, “এই প্রথম আমরা বুদ্ধদেব ভট্টাচার্যকে ভেন্টিলেশনের বাইরে আনতে পারলাম। স্বভাবতই যথেষ্ট আশাবাদী আমরা। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৭ থাকছে। অন্যান্য স্বাস্থ্য সূচকগুলো আপাতত ঠিকই আছে। তবে আরও কিছুদিন তাঁকে হাসপাতালে চিকিৎসকের কড়া পর্যবেক্ষণে রাখা হবে।”

Pp

Advt

Previous articleনা জানিয়ে কেন আব্বাসের সঙ্গে জোট, রাজ্য কমিটির বৈঠকে ঝড়ের মুখে নেতৃত্ব
Next articleকরোনা আবহে নিশ্চুপে বিয়ে সারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী