ঘূর্ণিঝড় (Cyclone) ইয়াসে (YAAS) বিধ্বস্ত দিঘা (Digha) মন্দারমনি (Mondarmoni)-সহ পূর্ব মেদিনীপুরের (East Medinipur)বিস্তীর্ণ এলাকা। অসংখ্য মানুষ তাদের ঘর-বাড়ি হারিয়ে সর্বশান্ত হয়েছেন ঘূর্ণিঝড়ের কারণে। এবার অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এলেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহা (Trina Saha)। শুরু করলেন নতুন সংস্থা “মাই স্কাই ফাউন্ডেশন’ (My Sky Foundation).

মেদিনীপুর-সহ বেশ কিছু অঞ্চলে ত্রাণ পৌঁছে দেওয়া দিয়েই শুরু হবে তাঁদের যাত্রা। যারা তাঁদের এই কর্মকাণ্ডে সাহায্যের হাত বাড়াতে চান তাঁদের জন্য সোশ্যাল মিডিয়ায় একটি গুগুল পে নম্বরও শেয়ার করেছেন অভিনেত্রী তৃণা। তিনি লিখেছেন, “যতটা সম্ভব সাহায্যের চেষ্টা করছি। আপনাদের আশীর্বাদ এবং ভালবাসা ছাড়া এই উদ্যোগ একেবারেই সম্ভব নয়। আপনি এবং আপনার বন্ধুরা যতটুকু সম্ভব পাশে থাকুন।”
টলিউডের (Tollywood) এই তারকা জুটির এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা।

আরও পড়ুন- তৃণমূলকেই বিজেপি- বিরোধী প্রধান শক্তি মেনেছে মানুষ, তাই এই পরাজয়, স্বীকার করলো সিপিএম

