Thursday, December 4, 2025

২৬ ঘণ্টারও কম সময়ে এভারেস্টের চূড়ায় উঠে রেকর্ড গড়লেন মহিলা পর্বতারোহী

Date:

Share post:

নজিরবিহীন! ২৬ ঘণ্টারও কম সময়ে বিশ্বের মাউন্ট এভারেস্ট জয় করে রেকর্ড গড়লেন হংকংয়ের এক মহিলা পর্বতারোহী। সাং ইন-হাং এর আগে কোনও মহিলা পর্বতারোহী এত কম সময়ে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের চূড়ায় ঊঠতে পারেননি।
পেশায় একসময় স্কুল শিক্ষিকা ছিলেন সাং ইন-হাং । কিন্তু পর্বত জয়ের নেশায় হটাৎই মত্ত হয়ে পড়েন। ২০১৭ সালেই সাং ইন–হাং হংকং প্রথম মহিলা হিসেবে এভারেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করেছিলেন। এই নিয়ে পরপর তিনবার এভারেস্ট অভিযানে যান ৪৪ বছরের সাং ইন-হাং।
এবারের অভিযানের পরে এভারেস্টের বেস ক্যাম্পের লিয়াজোঁ অফিসার বলেন, হংকংয়ের সাং ইন–হাং ২৫ ঘণ্টা ৫০ মিনিটে ২৯ হাজার ৩১ ফুট (৮৮৪৮.৮৬ মিটার) উচ্চতার এভারেস্টের চূড়ায় উঠেছেন। অভিযানের দিন তিনি বেলা ১টা ২০ মিনিটে বেস ক্যাম্প থেকে রওনা হয়ে পরের দিন বেলা ৩টা ১০ মিনিটে চূড়ায় পৌঁছন।
যদিও এর আগে সবচেয়ে কম সময়ে এভারেস্ট জয়ের রেকর্ড গড়েছেন নেপালের মহিলা পর্বতারোহী পুঞ্জো ঝাংমু লামা।তিনি সময় নিয়েছিলেন ৩৯ ঘণ্টা ৬ মিনিট। সেই রেকর্ড ভেঙেছেন সাং ইন–হাং। তবে এখনও গিনেস বুক অফ ওয়ার্ল্ডে ওঠেনি সাং ইন-হাং -এর।তবে তিনি সরকারি ভাবে এই স্বীকৃতি পাবেন।

অতিমারির কারণে গতবছর এভারেস্ট অভিযান বন্ধ রেখেছিল নেপাল। তবে এবার নেপাল সরকার ৪০৮ জন পর্বতারোহীকে এভারেস্ট অভিযানের অনুমতি দিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এঁদের মধ্যে ৩৫০ জনের কিছু বেশি পর্বতারোহী অভিযানে অংশ নিয়েছেন।

Advt

spot_img

Related articles

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...