আলাপন বন্দ্যোপাধ্যায়ের অবসর ও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা পদে নিয়োগ নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাশ কাটানো প্রতিক্রিয়া, যারা এসব করেছে তাদেরকে জিজ্ঞাসা করুন। উনি কাজ করেছেন, অবসর নিয়েছেন। ব্যাস এরপর আর বলার কী আছে? সবটাই প্রশাসনিক ব্যাপার, আইনি পদ্ধতি।

আরও পড়ুন-অবসর নিয়ে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন, দিল্লি বোঝার আগেই চাল মমতার

রাজনৈতিক প্রতিহিংসা? এবার বিজেপি রাজ্য সভাপতি বলেন, মুখ্যমন্ত্রী সব ব্যাপারেই রাজনীতি দেখেন। ওটা ওনার স্বভাব। আর যেভাবে উনি আমলাদের প্রতিবাদে গর্জে উঠতে বলেছেন, সেটা আমায় বিস্মিত করেছে। এমনিতেই উনি সব জায়গায় রাজনীতি করে সর্বনাশ করেছেন। আমলা বা আইএএস-আইপিএসদের পথে নামানোটা বাকি ছিল। এবার সেটাও করবেন।
